সুখি মানুষ
রাত-ঘোর অন্ধকার, বৃষ্টি, বজ্র, দমকা হাওয়া
ছাদের এ পাশে ছায়াহীন আমি
চোখে কিছু তৃষ্ণনা
অবাধ কিছু স্বপ্নের পুড়ে যাওয়া ছাই
বৃষ্টির কাছে কিছু আত্মতৃপ্তি খুজে বেড়াই
বার বার ফ্লাস ব্যাক হচ্ছে কিছু স্মৃতি
কিছু সত্য
কিছুটা সুখ
অথচ সব আজ অচেনা
সব মিথ্যে
ভূল
ঘোর অন্ধকার কেটে যাবে, রাত হবে দিন
দিন থেকে আবার স্বপ্ন
আবার হবে শুরু
বলে গেল মেঘ
বৃষ্টি থামিয়ে
ভিজিয়ে
জগে উঠো স্বপ্নবাজ
জেগে উঠো-
আবার স্বপ্ন দেখতে হবে
স্বপ্ন!
স্বপ্নের মৃত্যু নাই
নাই
আবার বৃষ্টি-
ঘোর অন্ধকার
এবার আমি এক আলোকিত মানুষ
বৃষ্টির সাথে গাইছি গান-
আমার ফিরে আসা
আমার মাঝে
আমায় করেছে মহান...
প্রত্যাবর্তনেই জয়...
থেমে থেকে কী হবে??
ফিরে এসো আবার
কেড়ে নাও জীবনের বিজয়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।