ফেনসিডিল এর চালান আটক করতে গিয়ে দুটি দাঁত হারালেন র্যাবের এএসপি। আহত হয়েছেন র্যাবের আরও তিন সদস্য। এ ঘটনায় মারা গেছেন ফেনসিডিলবাহী পিকআপের চালক। ঘটনাটি ঘটেছে আজ সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি মল্লিকপুরে। ফেনসিডিল বোঝাই পিকআপকে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন র্যাব সদস্যরা।
এদিকে র্যাবের তথ্যমতে দূর্ঘনা কবলিত পিকআপটিতে সাড়ে ৪ হাজার বোতল ফেনসিডিল থাকলেও দূর্ঘটনার পর র্যাব ও পুলিশ মাত্র ৭৫০ বোতল ফেনসিডিল জব্দ করতে পেরেছে। বাকি ফেনসিডিল দূর্ঘটনার পর পরই স্থানীয়রা লুট করে নিয়েছে বলে পুলিশ দাবি করেছে। র্যাব -৬ যশোর ক্যাম্পের এ এস পি আহত সত্যকি কবিরাজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকালে তিনি ফোর্সসহ ঝিকরগাছার নাভারণ মোড়ে অবস্থান নেন। এ সময় একটি পিকআপ রাস্তা অতিক্রম করার সময় সন্দেহ হলে র্যাব পিকআপটিকে থামায়। পিকআপটি থামার পর র্যাবের সদস্য মোন্তাজুল ইসলাম পিকআপটি তল্লাসী করতে তার উপরে ওঠেন।
এসময় আকষ্মিকভাবে চালক পিকআপটি দ্রুত গতিতে যশোরের দিকে চলাতে শুরু করেন। পরিস্থিতি টের পেয়ে র্যাবের এএসপি সত্যকি কবিরাজ তার জিপগাড়ি নিয়ে পিকআপটিতে পিছন থেকে ধাওয়া করেন। পিকআপটি দ্রুত গতিতে পালানোর সময় সকাল সাড়ে ৭টার দিকে ঝিকরগাছার লাউজানি মল্লিকপুর মোড়ে পৌঁছালে বিপরীতমুখি একটি কাভার্ড ভ্যান এর সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা র্যাবের এএসপিকে বহনকারী জিপটি সামনের গাড়িতে ধাক্কা খায়। এই ঘটনায় ফেনসিডিল বোঝাই পিকআপের চালক, র্যাবের এএসপি,র্যাবের অপর ৩ সদস্যসহ মোট ৮/১০ জন আহত হন।
মুমুর্ষ অস্থায় চালক বশির উদ্দিনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বশির উদ্দিন মারা যান। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । এসএসপি সত্যকির দুটি দাঁত ভেঙ্গে গেছে। এদিকে দূর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ও রাস্তায় আটকে পড়া বিভিন্ন যানবাহনের যাত্রীরা ফেনসিডিল বোঝাই পিকআপটিতে লুটপাট চালিয়ে ফেনসিডিল লুট করে নিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পিকআপটি থেকে র্যাবের সহায়তায় সাড়ে ৭৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। র্যাব দাবি করেছে তাদের কাছে খবর ছিল পিকআপটিতে সাড়ে ৪ হাজার বোতল ফেনসিডিল ছিল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।