আমাদের কথা খুঁজে নিন

   

যাদু শেখা পর্বঃ ৫

আসুন আমরা আজকে কিছু শিখি। এটি কাউকে বশ করার যাদু না। কিন্তু যাদু যে প্রকারেরই হোক না কেন তা যাদুই। ... আসুন শুরু করি তাহলেঃ... ১ মিনিটে যাদু শিখুন, কেমন হবে যদি আপনার পিসি আপনার সাথে কথা বলে? তাও আবার নিজের বানানো সফটওয়্যার দিয়ে? ১ মিনিট এ নিজেই বানিয়ে নিন মজার এই জিনিস। কি শুরু না করা পর্যন্ত আর কথা শুনতে ভালো লাগছে না? হাহা, তাহলে চলুন শুরু করে দেই।

নোটপ্যাড ওপেন করুন, নিচের লিখা গুলো কপি করে পেস্ট করুন ঠিক যেভাবে দেয়া আছে। কপি করে না হলে ঠিক জেভাবে আছে লিখে নিন নোটপেডে। Dim msg, sapi msg=InputBox ("hi dear user how are you. I am your computer.","Text-To-Audio Converter") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak msg এখন save as দিয়ে সেভ করুন নিচের নামে, pudinapata.vbs এখন pudinapata.vbs ফাইলটি ওপেন করুন লিখার জায়গায় যা লিখবেন আপনার পিসি তাই বলা শুরু করবে। লিখে OK বাটনে ক্লিক করুন. কেমন লাগল? কমেন্ট করতে ভুলবেন না। নেট থেকে নেয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।