সুন্দর সমর
এ নিঠুর রঙ্গ যাদু
এ নিঠুর রঙ্গ
সেনাদের
গুতো ঠেলায়
কাঁপে সোনার বঙ্গ
কাঁপে সোনার বঙ্গ!
সংবিধান করে ধর্ষণ
মিষ্টি কথা করে বর্ষণ
দুর্নীতি করবে রে দূর,
রাজনীতি খাচায় পুরে!
দলে বলে দিবস রাত্র
গান করে সপ্ত সুরে!
বাজারে বাড়লে রে চাপ
দিশে হারা হয়ে বলে
‘এবারে চালাও সংলাপ!’
এ নিঠুর রঙ্গ যাদু
এ নিঠুর রঙ্গ
ক্রোধে-ভুগে কাঁপছেরে দেশ
হয়েছে আশা ভঙ্গ
তোদের রঙ্গ-তামাশা
সইবে না আর বঙ্গ!
জনতা খাচ্ছে খাবি
পথে ঘাটে একই দাবি,
জেনারেল কবে যাবি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।