আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের যাদু

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

ভোরের আলো পড়লো এসে দেওয়ালের েক ছোট্ট কোনে, সুর্যদয়ের রঙের ছোঁয়া আলতো হয়ে লাগলো মনে। দুয়ার খুলে বেড়িয়ে এলাম শিশির ভেজা নরম ঘাসে, আঁধার ঢাকা পৃথিবীটা যাচ্ছে এবার আলোয় ভেসে। সৃষ্টিকুলের সব পাখিরা অস্থিরতায় সামিল হয়ে ছড়িয়ে গেলো ঝাপটে ডানা, মিষ্টি সুরের বার্তা বয়ে। আলোর খেলা পাতায় পাতায় ঝলমলিয়ে উঠছে যেন, সকাল বেলার সে সি্নগ্ধতাটা - তবে, মনটা এমন করছে কেন? অদ্ভুত এক ভালো লাগায় হৃদয় আমার লাগছে ভারী, চোখ মেলেছি অবশেষে, ভাসচে আবার আশার তরী। মিশে আছে চিহ্ন তোমার দিনের শুরুর মধুর সময়েই, সচ্ছ হয়ে থাকুক যত, দেখছেনা তো অন্য সবাই! অন্ধ তারা না হলেও অন্ধত্বে আছে ডুবে, দেখছেনা এ নিরব ধাঁধাঁ, রঙের খেলা, দুরের পুবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।