জাতীয় জীবনে গণমানুষের নিকট দায়বদ্ধ রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনাই আমাদের অঙ্গিকার। লাখো শহীদের আত্নত্যাগে অর্জিত প্রিয় বাংলাদেশের কৃষক শ্রমিক ও সাধারণ মেহনতি গণমানুষের অর্থনৈতিক মুক্তি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের কৃতিত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার স্বাধীনতার ৪১ বৎসরেও বাস্তবায়িত হয়নি জাতীয় নেতৃত্বের ব্যর্থতার কারণে। সুযোগ্য সৃজনশীল মেধাবী নেতৃত্বের অভাবে শহীদের রক্তে রঞ্জিত প্রিয় বাংলাদেশের মাটি থেকে রক্তের দাগ শুকাতে না শুকাতেই কায়েমি স্বার্থবাদীদের দ্বারা গণমানুষের অধিকার ছিনতাই হয়ে যায়। আজও প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের নামে চলছে প্রহসন ।
বর্তমান রাজনৈতিক পদ্ধতিতে কোন নির্বাচিত প্রতিনিধিই গণমানুষের নিকট দ্বায়বদ্ধ নয়্ । টাকার বিনিময়ে সাংসদীয় এলাকা বেচাকেনা হয়। আবার অধিকাংশ সাংসদ ভোটের পরে থাকেন জনবিচ্ছিন্ন এবং সেই সঙ্গে প্রশাসনও থাকে সাধারণ নাগরিকের ধরাছোঁয়ার বাইরে। তাই সাংসদ থেকে রাজনৈতিক দলের সদস্যরা পর্যন্ত তদবীর বাণিজ্য , নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি , সন্ত্রাসবাজির মাধ্যমে জনজীবনকে করে তোলে দুর্বিসহ । আইনের শাসন হয় বাধাগ্রস্ত।
দেশের জনগণ হয় হতাশাগ্রস্ত। অথচ শক্তিশালী মেধাবী রাজনৈতিক নেতৃত্ব এবং সংগঠন ছাড়া কোন দেশের স্বাধীনতা ও অস্তিত্বই টিকে থাকতে পারে না। এমনই এক অস্বস্থিকর পরিবেশ পরিস্থিতিতে প্রিয় বাংলাদেশের জন্য প্রয়োজন আর্থসামাজিক , রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বলিষ্ঠ দেশদরদী মেধাবী নেতৃত্বের। এ লক্ষ্যে প্রিয় জন্মভূমি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কৃষক, শ্রমিক , মেহনতি মানুষ ও আপামর জনসাধারণের কর্তৃত্ব প্রতিষ্ঠাসহ গণমানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে জাতিকে দেশাত্ববোধে উদ্বুদ্ধ করে তাদের স্বপ্নের বাংলাদেশকে গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার মানসে আপনার সক্রিয় অংশ গ্রহন কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেরনা যোগাবে। আর এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে মেধাবী নেতৃত্বের সমন্বয়ে জাতীয় নাগরিক পার্টি তৃণমূল পর্যায় হতে সর্বস্তরে মেধা ও মানুষের আধুনিক গনতান্ত্রিক রাজনীতি চর্চার এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গনমানুষের ভিত রচনায় আপনার অবদান চির ভাষ্কর হয়ে থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।