সিলেট এর শহীদ মিনার এ যথারীতি আজও গিয়েছিলাম চলমান আন্দোলনে অংশ নিতে। দেখলাম আমাদের মেডিকেল এর কয়েকজন স্যার ঘুরে ঘুরে নতুন প্রজন্মের আন্দোলন দেখতেছিলেন। আমরা কয়েকজন ইন্টার্ন ডাক্তার ও কয়েকজন স্টুডেন্ট ছিলাম। আমাদের দেখে অনেক খুশী হলেন।
একজন রেজিস্ট্রার স্যার ডেকে নিয়ে বললেন,"আসল যুদ্ধটা কিন্তু হচ্ছে সাইবার যুদ্ধ।
আমরাতো এসব অতো পারিনা, তোমরা কিন্তু ফেসবুক এ বেশী বেশী শেয়ার করবা। "
হুবুহু স্যার এর কথাটা তুলে ধরলাম। যদিও সাইবার যুদ্ধটা যে আসল যুদ্ধ স্যার এর এই কথার সাথে আমি একমত না। তার পরেও আমার কাছে যেটা মনে হল সেটা হল যে, আমরা তরুণ প্রজন্মরা একটা দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে গেছি। ৪২ বছর এ এই প্রথম একটা সুযোগ এসেছে দেশকে কলঙ্ক মুক্ত করার।
এই প্রথম এমন একটা আন্দোলন হচ্ছে যেখানে একজন বাবা বা মা তার ছোটো সন্তান কে নিয়ে গিয়ে জামাত- শিবির বিরোধী স্লোগান দিতে পারতেছে। আমরা যারা আফসোস করি যে মুক্তিযুদ্ধ করতে পারিনি তাদের সুযোগ এসেছে মুক্তিযুদ্ধ করার। এই আন্দোলন কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবেনা। এই আন্দোলন ব্যর্থ হলে আমরা কিছুতেই ক্ষমা পাবনা। আমাদের পরবর্তী ও পূর্ববর্তী প্রজন্ম আমাদের থুতু দিবে ।
এখনও অনেকে আছো যে মুখে জামাত শিবির বিরোধী কথা বলে ফেনা তুলে ফেল কিন্তু এখন প্রয়োজনের সময় গা এড়িয়ে চলতেছ, তাদের প্রতি অনুরোধ, দেশের সাথে বেঈমানি করোনা। যে সুযোগ টা সৃষ্টি হয়েছে এটা থেকে জাতিকে বঞ্চিত করোনা। কণ্ঠে আওয়াজ তোল। স্লোগান না দাও। অন্তত তোমার ঘৃণার অনুভূতি গুলো বল।
আর যারা বলতে চাও যে, আরও অনেক সমস্যা আছে আন্দোলন করার। তাদের উদ্দেশে বলি, দেশে আরও অনেক চত্বর আছে। তুমি তোমার দাবি নিয়ে এতদিন দারাও নি কেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।