আকাশ ভরা স্বপ্ন সাথে
আমার জীবনেও এমন মুহুর্তে পরিনি, কখনও পড়ব, এটাও ভাবিনি!
হটাত খবর গেল সন্ধ্যের আগে হল ছাড়তে হবে। রাত ৮টা থেকে কারফিউ। তড়িঘড়ি করে শহর থেকে রওয়ানা দিয়েও ক্যাম্পাসে আসার কোন গাড়ি পাচ্ছিলাম না। অনেক কষ্টে যাও আসলাম, ব্যাগ গুছিয়ে এবার শহরে যাবার কোন গাড়ি পাচ্ছিনা। এদিকে সন্ধ্যে হয়ে আসছে।
শতশত ছেলে মেয়ে অবর্ননীয় এ কষ্টে পড়েছে।
২২শে আগষ্ট, দিনটি সত্যিই ছিল দুঃস্বপ্নের মত, আমার মত হাজার হাজার ছেলে মেয়ের কাছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে এসেছে সবুজ শ্যামল এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
এখন আবার ক্যাম্পাস খুলেছে, শিক্ষার্থীদের সরব পদচারনায় আবার মূখরিত হয়েছে ক্যাম্পাস।
এ যেন নিঃশ্বাস আটকে রাখা কিছু দুঃসময়ের পরিসমাপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।