আমাদের কথা খুঁজে নিন

   

বলার কিছু নেই - সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. আজ অনেক দিন কিছু লিখি না । কিন্তু কেন .? আমার কি হয়েছে আমি জানি না। তবে এইটুকু বুঝি আমি আমার বৃত্তের মাঝে নেই । কোথায় যে আমি আমাকে হারালাম তা বুঝে উঠতে পারি না । শুধু মনটা আকুপাকু করে ।

আমার মন যে কী চায় তা মনেই জানে না। কিন্তু কিছু একটা চায় তা আমি জানি । এত জানা জানির মধ্যে আমার অন্তরে হানাহানি হয় । রক্তপাত হয় । অশ্রুপাত হয়।

কিন্তু পৃথিবীর কেউ তা জানে না। যেন গানের কথার মত, “কবে কোথায় কে যায় চাঁদে / কোথাও যদি যুদ্ধ বাঁধে/ সেই খবর টা যায় রে সবার কানে রে/ শুধু মনের ভিতর যুদ্ধ বাঁধলে কেউ কি জানে রে ?” সেই যুদ্ধ বেধেঁছে আমার অন্তরে। তাই বৃথা সুখ খোঁজার চেষ্টা করি আমার জীবনের অনিকেত প্রান্তরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।