কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে............... তোমাকে একটি কথা বলার ছিল তাইতো আমি গভীর রাতের জ্যোৎস্নার কিংবা পাহাড়ি ঝর্ণার চন্দময়ী গান শুনেছি আপন মনে অনেক-অনেক বার । তোমাকে একটি কথা বলার ছিল তাইতো দূর্গপ্রতিম ভবনের ছাদে বসে অপলক দৃষ্টিতে দেখেছি মেঘের খেলা এখনো সেই মন্ত্রধ্বনি হয়ে উঠেনি’ক বলা । তোমাকে একটি কথা বলার ছিল তাইতো শ্রাবণের মেঘের সাথে গেঁথেছি গল্প দুর্গম দুরন্ত নীলিমায় শুনেছি গর্জন সংগীতের স্বরলিপিতে তুলেছি সুর অল্প স্বল্প । তোমাকে একটি কথা বলার ছিল তাইতো শত সহস্র নিশিতে জেগেছি অপলক রাতের তারাগুলোর কাছে কত হয়েছে বলা তাইতো আজ আমি শত কাব্যঝুড়ির বাহক । তোমাকে একটি কথা বলার ছিল সেই মনত্রধ্বনি শুনাতে তোমাকে খুঁজেছি মায়া কন্ঠধ্বনি শালিকের সুর চলেছি একা পথ বহুদূর । হেলাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।