নিজে যাকে বড় বলে, বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়............ ছোট এই দেশে বছরে কত বার যে টাকার ডিজাইন, রং এবং আকার পরিবর্তন হয় তা আর নাই বা বললাম। কয়েক দিন থেকে পত্রপত্রিকা থেকে শুরু করে টিভি তেও নকল টাকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখলাম।যাই হোক, তার মধ্যে যে বিষয়টি আমাকে লিখতে উৎসাহিত করেছে তা হচ্ছে একটি অনুষ্ঠান। সরকার থেকে শূরু করে সাধারণ মানুষ পর্যন্ত যখন নকল টাকা সমস্য নিয়ে বিচলিত তখন টিভি তে একটি অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে যে ভাবে উপন্থাপনা করা হল তা আপনাদের কাছে কি রকম তা জানিনা তবে আমার কাছে উদ্যেগ জনক। কিভাবে নকল টাকা তৈরী করা হয়, কত টাকার নোটকে কিভাবে কত টাকার নোটে পরিবর্তন করা যায়, কোন প্রিন্টারে প্রিন্ট করা হয়, কোন সফটওয়ার ব্যবহার করা হয়, কিভাবে বাজারজাত করা হয় তার বিশদ বিবরন। তথ্য দেবেন, মানুষকে জানাবেন তাতে আপত্তি নেই কিন্তু তথ্যের ধরন এবং গুরুত্ব বুঝে তথ্যে উপস্থাপন করাটাকি প্রয়োজন নয়? তাই অনুষ্ঠানটা দেখেই মনে হল "সংবিধিবদ্ধ সতর্কীকরন ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।