কলমবাঁশ সিগারেটকে যদি আপনি হালাল ভেবে থাকেন, তবে ধূমপানের আগে কেন বিসমিল্লাহ বলেন না? কিংবা ধূমপানের পর আল-হামদুলিল্লাহ? ?? যদি সিগারেটকে আপনি ভেবে থাকেন আল্লাহর রহমত, যদি এর মাঝে খুঁজে পান কল্যাণ, তবে কেন ধূমপান শেষে জুতো দিয়ে পিষে দিচ্ছেন সেটাকে??? যদি সিগারেটকে ভেবে থাকেন স্বাভাবিক এবং সাধারণ ব্যবহার্য্য দ্রব্য, তবে কেন তা আপনাকে আপনার বাবা-মার অগোচরে ব্যবহার করতে হবে??? অথবা, যদি আপনি সিগারেটকে ভেবে থাকেন খুব মজাদার কিছু এবং উপভোগ্য দ্রব্য হিসেবে, প্রতি টানেই যদি থেকে থাকে ফূর্তি আর আনন্দ, তবে কেন আপনি আপনার শিশুর হাতে সেই মজার দ্রব্যটি তুলে দিচ্ছেন না???? (ধার করা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।