আমাদের কথা খুঁজে নিন

   

একটা সংবিধিবদ্ধ সতর্কতাঃ

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...

ঢাকা শহরের জীবন যাপনে ইদানিং কালের নতুন এক ঝুঁকির প্রতি সবার নজর দিতে বলি। সামাজিক জীব হিসাবে স্বাভাবিক কিছু আচরন আমরা সব সময়ই করে থাকি—কোন বিষয়ে কোন কিছু অপছন্দ হলে সেটা আমরা প্রকাশ করি, কোন কিছু মাথায় না ঢুকলে তা নিয়ে প্রশ্ন করি, তা নিয়ে ব্যাখা জানতে চাই। ধুন ফুন কিছু বোঝাতে চাইলে আমরা তার মতলব নিয়ে সন্দেহ প্রকাশ করি। সাধারন মানুষ হিসাবে, এ ভাবেই আমরা সমাজের নানান বিষয়ের প্রতি আমাদের প্রতিক্রিয়া দেখাই। কিন্ত এই অতিসাধারন আর স্বাভাবিক কাজ গুলো আর করা যাবে না, মানে না করতে পারলে ভালো হয় আর কি!! সাম্প্রতিক সময়ে রাস্তাঘাটে অফিস আদালতে বিভিন্ন পরিস্থি্তিতে র‌্যাব এর মুখোমুখি হতেই পারেন এবং র‌্যাব কিন্ত আপনাকে গুলি করতেই পারে...... এসব পরিস্থিতিতে একটু নির্লিপ্ত থাকা, প্রতিক্রিয়াগুলোকে আড়ালে রাখা বা মানবিক বৈশিষ্ট্যগুলোকে দমন করে রাখা, আপনাকে হয়তো র‌্যাবের গুলি খাওয়ার হাত থেকে বাঁচিয়েও দিতে পারে। বিশেষ করে আপনার পরিবারের যারা একটু কম বয়সী সদস্য, তাদের জন্য এই পরামর্শ খুব জরুরী...... স্বাভাবিক ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা পাওয়ার আগে পর্যন্ত, একটু না হয় মেনেই চলিনা, এই পরামর্শগুলো? আমাদের জন্য বেঁচে থাকাটাও তো কম জরুরী বিষয় নয়!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.