আমাদের কথা খুঁজে নিন

   

অক্টোবরে ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন ঢাকাসহ নয় সিটি করপোরেশনের বাসিন্দারা

আমি নিজের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকার দুই সিটিসহ দেশের সবকটি সিটি করপোরেশনে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশের ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করতে মাঠ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে ইসি। এছাড়া দশম সংসদ নির্বাচন করতে আগামী বছরের মার্চের মধ্যেই ভোটার তালিকার চূড়ান্ত মুদ্রণ শেষ করা হবে। ভোটার তালিকার খসড়া প্রকাশের আগে ভুয়া ভোটার সনাক্ত করণে ক্রসমেচিংও করবে কমিশন। ইসি সূত্র জানায়, জনবল বাড়িয়ে দ্রুততম সময়ে ঢাকার দুই সিটির ভোটার তালিকার কাজ শেষ করবে ইসি।

গত মঙ্গলবার কমিশনের অতিরিক্ত সচিবের সঙ্গে সারাদেশের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে ভোটার তালিকা নিয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়। মাঠ কর্মকর্তারা জানান, বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ অনেক জায়গায় শেষ হয়েছে। আবার কোথাও কোথাও শেষ হওয়ার পথে। কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজের কোন বরাদ্ধ এখনো পাওয়া যায়নি। টাকার অভাবে যথাসয়ে সকল কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।

এছাড়া মালামালের স্বল্পতার কথা তুলে ধরেন মাঠ কর্মকর্তারা। শিগগির মালামাল সামগ্রী এবং আর্থিক সমস্যার সমাধান হবে বলে বৈঠকে জানান ইসির দায়িত্বশীল কর্মকর্তা। ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটার সংখ্যা বেশি হওয়ায় এর হালনাগাদকে খুবই গুরুত্ব দিচ্ছে কমিশন। অক্টোবরে ঢাকা ও চট্টগ্রামের কাজ শুরু হলে মাঠ কর্মকর্তাদের টেকনিক্যাল টিমগুলোকে এ দু’জায়গায় নিয়ে আসার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। যেসব জায়গায় আগে কাজ শেষ হবে সে সব এলাকার টিমগুলোকে ঢাকা-চট্টগ্রামে হালনাগাদের কাজে যুক্ত করা হবে।

এ পর্যন্ত করা হালনাগাদের তথ্য অনুযায়ী এবার সারাদেশে প্রায় ৯ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। এবার দ্বৈত ভোটার সনাক্ত করণের বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসি। বৈঠকে নতুন ভোটারদের তালিকাভুক্ত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষে সারাদেশে ক্রসমেচিংয়ের মাধ্যমে দ্বৈত ভোটার সনাক্ত করা হবে। কোথাও দ্বৈত ভোটার পাওয়া গেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, সারাদেশে এ পর্যন্ত ১৭০টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। এতে নতুন ভোটার তালিকাভূক্ত হয়েছে ২৬ লাখ ৩৩ হাজার। দ্বিতীয় পর্যায়ের কাজ এখনো চলমান আছে। তৃতীয় পর্যায়ের কাজ আগস্টের মধ্যে শেষ হবে এবং সর্বশেষ চতুর্থ পর্যায়ে অক্টোবর থেকে ডিসেম্বরে ৯২ উপজেলা ও সিটি কর্পোরেশনের কাজ শেষ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী বছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশ করে মুদ্রণ শেষ করা হবে মার্চে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.