আগামী অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে রাজধানীর মিরপুরে এটি উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, গভর্নর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর একটি আন্তজার্তিক মানের টাকা জাদুঘরের উদ্যোগ নেন। বাংলাদেশের সব ধরনের মুদ্রা এখানে সংগ্রহ করা হয়েছে। পাক-ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করা হয়েছে। এবং নতুন করে সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
জানা গেছে, শিল্পী হাশেম খান ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন এই টাকা জাদুঘরের জন্য কাজ করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।