হাসান গুরু ব্যালকনিতে , শারদীয় বিকেলে ফুটেছে নাগরিক কাশফুল। বেমানান, লাজ নাই চোখে, শুধু ভাজ পড়ে আছে মাংশল বুকে। নস্টালজিয়ায়, গোধূলি বেলা, সাঁজ নামে নদী পারে, কলস কাখে লাজুক কাশফুল, বর্তমান, হলুদ বিকেল, ইট পাথরের বারান্দায় , সংক্ষিপ্ত পোষাকে দাড়িয়ে ভুল । শ্যাম্পু চুলে, প্রসাধনি থেকে ধার করা সুন্দর লাগিয়ে ঘুরে কৃত্রিম মেয়ে , লাজুক বালিকা, বনজ বসনে সেজে থেকো কীর্তিনাশার দিকে চেয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।