আমাদের কথা খুঁজে নিন

   

পার্থক্য ।

ছায়ার আড়ালে হারিয়ে জীবনের অর্থ খুজে ফিরি। ছাত্রলীগ-ছাত্রদল এই দুটি দলের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ , তারা দেশের অভ্যন্তরে অনেক বিশৃঙ্খলা করে । কিন্তু তারা অন্তত ধর্মের মত পবিত্র বিষয়কে অপব্যবহার করে না । এই কাজটা করে শিবিরের কিছু জারজ সন্তান , যাদের জন্ম হয়েছে পাকিস্তানী রাজাকার পচে যাওয়া বীর্য থেকে । তারা তাদের ধর্মের ভেকধারী লম্পট নেতাদের বাঁচানোর জন্য পবিত্র ধর্ম ইসলামকে বিকৃত করছে ।

অথচ ইসলাম ধর্মে স্পষ্ট ভাষায় লেখা আছে ব্যাক্তি স্বার্থে কেউ ইসলাম ধর্মকে বিকৃত করলে তাকে মুরতাদ ঘোষণা করা হয়েছে , তার শাস্তি মৃত্যুদণ্ড । নিচে একজন খাটি শিবির কর্মীর লেখা পইরা দেখেন , আমি নিশ্চিত আপনাদের মাথা খালি ঘুরবেঃ- “সকাল বগারদের ( ব্লগারদের ) বলতে চাই যারা ইসলামী নেতৃবিন্দের ফাসি দাবি কর, তোমাদের আদর্শ আর প্রেরণা হচ্ছে ৭১" যা একটা মিথ্যার দ্বারা গঠিত, যাছিল ৫৬ হাজার বর্গমাইলের এই দেশ থেকে ইসলাম কে বিতারিত করার এক যুদ্ধ"। শুনবা আমাদের আদর্শ কি? আমদের আদর্শ হচ্ছে আল বদর যা ছিল সারা পৃথিবীর স্রষ্টার ইচ্ছা পূরণের জন্য যুদ্ধ, যা ছিল মালিকের মাটিতে তার দিন প্রতিষ্ট করার যুদ্ধ। আমদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম, যে ইসলামের জন্য বাপের বিরুদ্ধে যুদ্ধ করেন, আর আমদের সংবিধান হচ্ছে কুরআন যা মহাবিশ্বের মালিকের কথা, আমাদের shongbidan যাকে যেমনে মারার কথা বলে আমরা থাকে তেমনি মারি, shetay যদি বলা হয় মতিজিল বা শাপলা চত্তরে কোনো পুলিশ কে লাটির আগাতে মেরা ফেলা বা কোনো সুশীল নামদারী লম্বা চুলের তরুনকে জুতা পেটা কিংবা আওমিলিগ নামধারী কোনো অমুসলিমকে পেটানো আমরা তাতে একটু বিচলিত হবনা । “ জারজ হারামজাদার ফেসবুক লিংকঃ http://www.facebook.com/njuned ওপরের অই শিবির হারামির কথাগুলোর সাথে ইসলামের কোন মিল আছে কি ? শিবির যে ইসলামের অপমান আর কোন সন্দেহ আছে কি ? তাই আসেন আজ থেকে ওদেরকে প্রতিহত করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।