ভালবাসা ও প্রেম এই দুইয়ের মধ্যে পার্থক্য কি ?
পার্থক্য যেটাই হোক, ভালবাসা শব্দটার মধ্যে একটা পবিত্রতার ছোঁয়া আছে। যেখানে শাশ্বত হৃদয় এর পরিপূর্ণতার প্রাপ্তি না পাওয়াতেও আত্মিক শান্তি মিলে । কখনও হয়তবা নিজের একাকিত্তের আপন মনের ভাবনায় ভাবতে ভালো লাগে, সেটা না পাওয়ারই হোক কিংবা পূর্ণতার ই হোক। তবে এই ভাবনার মাঝে কোনও পঙ্কিলতার স্থান নেই। আপন সত্ত্বাটাকে উপলব্ধি করার মাঝে নিজেকে খুজে বেড়ানো .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .।
প্রেম কি এই উপলব্ধি টুকু এনে দিতে পারে.......................???????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।