আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অসাধারন multi-tasking software

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . ভাই এই পোস্ট টা মনযোগ দিয়ে পরুন। সবার এ কাজে লাগবে। কোনো সাইট বা ফোরাম এই এইটা পাবেন না। আমরা pc তে এক এক কাজের জন্য এক এক software use করি। এর ফলে দেখা যায় আমাদের অনেক software একসাথে ইন্সটল দিয়ে রাখতে হয়।

বেশি প্রোগ্রাম ইন্সটল দিয়ে রাখলে অনেক সময় pc slow হয়ে যায়। আবার অনেকের ই hard disk এ এত প্রোগ্রাম ইন্সটল করার মত জায়গা ও থাকে না। actually কিছু ইনফর্মেশন জানলে একসাথে এত প্রোগ্রাম ইন্সটল করা লাগে না। আমি পিসি তে খুব কম প্রোগ্রাম দিয়ে এ সব কাজ করতে পারি। যেমনঃ ১. এই blog এ সবছেয়ে বেশি পোস্ট মনে হয় থাকে বিভিন্ন অডিও ভিডিও converter চেয়ে।

আপনারা simply jet-audio player টা use করতে পারন। এটা আমার দেখা খুব ভাল মানের প্লেয়ার গুলোর মধ্যে একটি। যে কোন ভাল pc geek forum এ গিয়ে দেখবেন ওরা এই player টাই বেশি use করে। বিশেষ করে এই প্লেয়ার এর সাউন্ড quality খুব ই ভালে। এখন বলব আসল কথা।

jetaudio use করে যে কোন ভিডিও বা অডিও ফাইল খুব সহজে and effectively convert, re-size or moderate করা যায়। তাই আপনাদের আর বাড়তি কোন converter এর প্রয়োজন নেই। ২. আর একটি common post pdf থেকে যেকোনো format বা অন্য যে কোন format থেকে pdf converter. আপনারা সবাই microsoft office use করেন। এর সাথে Adobe Acrobat Pro X v10.0 Multilingual use করলেই pdf থেকে অন্য প্রায় সব common ফরম্যাট এ বা অন্য ফরম্যাট থেকে pdf এ কনভার্ট করতে পারবেন। ৩. Trillian ও digsby হচ্ছে wold এর সবচেয়ে popular ২ টি multi-messenger software. এই 2 টি সফট এর ই অনেক অনেক feature আছে যা আপনাদের প্রায় সব চাহিদাই পুরন করতে পারে।

এর যে কোন একটা use করলেই আপনারা yahoo, facebook, gtalk, msn, AIM, ICQ, IMAP, LinkedIN, twitter সহ আরও অনেক সাইট এ chat & browse করতে পারবেন। ৪. AVG Full package use করুন। এর সাথে রয়েছে AVG antivirus & internet security, AVG Definition Update, AVG PC Tune-up, AVG remover. এইটা use করলে pc tune up, cclaner, defragler, autorun remover, pc utilities এর মত হাবিজাবি অনেল soft use করা লাগে না। তাছারা অনেক pc geek এর মতে AVG হচ্ছে বর্তমান এর best antivirus. আসলে আমরা ভাল জিনিস খুব কমই use করি। কারন ভাল জিনিস এর কদর কয় জন বোঝে? আর যারা avg use করে তাদের মধ্যেও ম্যাক্সিমাম ই avg এর সবগুলো feature বুঝে use করতে পারে না।

সব গুলো feature বুঝে use করতে পারলে এটি একটি অসাধারন anti-virus. আমি AVG use করি। 5. Normally দেখা যায় সব প্লেয়ার এ সব ফরম্যাট এর ভিডিও চলে না। এইজন্য আমরা অনেকেই অনেক গুলো করে প্লেয়ার use করি। win7 shark codec use করেন। codec অনেক রকম আছে।

এর মাঝে এই codec তাই বেস্ট। এছাড়াও রয়েছে K-Lite Mega Codec Pack। এই সফট এরও অনেক অনেক feature রয়েছে। প্রথম কথা এইটা use করলে যে কোন একটা প্লেয়ার এই সব ভিডিও প্লে হবে। এই সফট এর option Manu তে গিয়ে একটু ঘাটাঘাটি করে দেখুন।

এর আরও অনেক feature আছে যা কিনা আপনার অনেক সফট এর ব্যাবহার কমিয়ে দিবে। ৬. আপনারা অনেক অনেক সফট আলাদা আলাদা ভাবে ব্যাবহার করেন screen recording, snapshot, screenshot, video recording etc এর জন্য। এছারা আরও অনেক কিছু যেমন ধরুন একই কাজ বার বার করতে, auto done এর জন্য অন্নান্ন কাজ এ অনেক সফট ব্যাবহার করেন। আবার ধরুন আপনি চান আপনার পিসি নিজে নিজে এ কোন কাজ করুক। বা আপনি মুভি দেখতেসেন? চাচ্ছেন এই সময় background a অন্য কোন কাজ অটো হক।

এরকম আরও অনেক অনেক কাজ জেগুল র জন্য প্রায় ১০০০ খানেক সফট মার্কেট এ আছে যা আপনি মাত্র একটা সফট দিয়ে এ খুব ভাল ভাবে করতে পারেন। সফট টার নাম হোল Jitbit Macro Recorder Admiral। soft এর কাজ মুলত খুবেই সহজ। বুঝতে পারলে কাজ করে অনেক মজা পাবেন। এটা দিয়ে এতো এতো কিছু করা সম্ভব যে সব লেখার ধৈর্য হোল না।

এইরকম আরও ২-১ টা সফট আছে। বাকি গুলো পরে লিখব। এখন একটু কাজ আছে। এরকম মত ১০-১২ টি সফট পিসি তে use করলেই সব কাজ করা সম্ভব। আর কোন বাড়তি সফট লাগে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.