আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারন...

অসাধারন দৃশ্য। কাজীর দেউড়ী হয়ে ওয়াসার মোড়, হয়ে সোজা টাইগার পাস ওভার ব্রিজ পর্যন্ত মানুষ আর মানুষ। দুপুর একটা থেকে ই জনগনের এ স্রোত। পলোগ্রাউন্ড এর পূর্ব দিকের সব রাস্তা, কদমতলী সব ব্লক, মানুষ আর মানুষ। কোন গাড়ী ঘোড়া নাই।

স্বতঃস্ফূর্ত এ জনতার বাধ ভেঙেছে। জনগন এখনও সরকারের বিরুদ্ধে সোচ্চার হবার আশা/হিম্মত হারায় নি। গত মইন উ আহমেদের সরকারের ডিপলিটিলাইজেশন প্রজেক্ট আপাত ফেইল বলে দৃশ্যমান। স্কুটার দিয়ে বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখেছি। মানুষের মনে এক ধরনের উচ্ছাস আর আশার আনন্দ।

সবাই ছুটছে। মুক্তির আশার..., হঠাৎ মন খরারপ হয়ে গেল। বাংলাদেশের জনগণ আজ কান্ডারী হারা, সর্বগ্রাসী সরকার আর অথর্ব বিরোধী দল যেন পাটা পুতার ঘষায় জনগন পৃষ্ঠ। বিএনপির কৃতিত্ব কি দেয়া যাবে এ জন উপস্থিতির জন্য ? মনে হয় না, এরা বিএনপি পাগল জনগণ নয়, এসব জনগণ ইউনিপে, শেয়ার বাজার, গুপ্তহত্যা, দ্রব্যমূল্য প্রভৃতি দ্বারা নিগৃহিত। এরা মুক্তির আশার খড় ধরে বাচার স্বপ্ন দেখছে।

এরা মাত্র দু বছর ৩ বছর আগের ২৫/৩০ টাকা কেজির চিনি ৭০/৭৫ টাকায় কিনে অস্থির, এরা ৫০ টাকার নিচে সবজি কিনতে পারে না, এরা সকালে ঘুম থেকে উঠেই শুনে তেলের দাম আরেক দফা বাড়লো। বিদ্যৎ বিল বাড়ছে আরো বাড়বে, এরা এদের ব্যাংকে রাখা টাকায় সরকারের সুদ কামানোর খবর আর সঞ্চয়ী টাকা নতুন করে আয় কর বসানোর নির্য়তনে অস্থির। সুনামির মতো বাড়ছে দ্রব্য মূল্যের দাম। বিরোধী দল ব্যার্থ। সরকার প্রধান'র ঘা খাওয়া নেড়ি কুত্তার মত ব্যবহারে দিশে হারা।

জেগে উঠার সে কি আকুতি এসব মানুষের মাঝে। যাদের চোক কান খোলা তারা দেখবেন এখানে বিএনপির কোন সাংগঠনিক গাইড লাইনের চেয়েও জন মানুসষর সক্রিয় অংশগ্রহন বেশী। কিন্তু গুড়ের মাঝে পিপড়ে থাকে। আজন্ম পাপি জামায়াত এখানে অন্যের ঘরে নিজের ডিম পাড়লো। ফেনীতে বিএনপির অনুষ্ঠানে জামায়াত বিএনপিকে ই সাইজ করে মাঠ দখলে নিলো।

চট্টগ্রামেও নিজেরা সমাবেশে সকলের আগে গিয়ে উপস্থিত হয়ে সুবিধা আদায়ে ব্যাস্থ। বিএনপির দলীয় অনুষ্ঠানে জামায়াত আবার নিজের আখের বের করলো। অথর্ব বিএনপি'র বুঝলেও কিছু করার নাই। অসমাপ্ত বাক্য প্রক্ষেপনে পটু বেগম খালেদার মুখ থেকে কিছু বাকোয়াজ কথা শুনে আবার হতাশার জীবনে ফিরে আসবে এরা নাকি নিজেদের মতো করে ফিরে দাড়াবে ?/sb] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.