আমাদের কথা খুঁজে নিন

   

বিজিবিকে রাখী পরালো বিএসএফের নারী সদস্যরা: শাড়ি-চুড়ি পরাবে কবে?

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর আজকে হিলি সীমান্তে এক অনুষ্ঠানে বিএএফের নারী সদস্যরা বিজিবি কর্মকর্তাদের হাতে নাকি রাখী পরিয়ে দিয়েছে। হা হা হা। হাসতে হাসতে শেষ। কয়দিন পরে শাড়ি চুড়ি পরিয়ে দিবে। আমি একটা গান বাঁধলাম: "এ রাখী কোথায় রাখি, আমার সারা অঙ্গ তোমার দেয়া আলতা দিয়ে রাঙা, ও সখিরে!" আমাদের সিমান্ত বাহিনী বিজিবি কি রক্তমাখা জামা নিয়ে ছোট্ট ফেলানীর ঝুলে থাকা লাশের কথা ভুলে গিয়েছে? তারা কি ভুলে গিয়েছে উলঙ্গ করে বাংলাদেশী নির্যাতনের সেই দৃশ্য?? হ্যা তারা ভুলে গিয়েছে। তারা তাদের দোর্দন্ড প্রতাপ দেখায় অসহায় দুর্বল রোহিঙ্গাদের প্রতি। কিন্তু ভারতীয় বিএসএফ দেখলে এক সময়ের আতংক বিডিআর এখন লেজ গুটিয়ে বসে থাকে। আর সেই কাপুরুষুতার প্রতীক হয়ে থাকলো আজকের বিজিবি- বিএসএফ এর রাখীবন্ধন অনুষ্ঠান। তথ্য সুত্র- View this link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।