চাপাইনবাবগঞ্জ জেলার বকচর সীমান্ত থেকে এবার দুই বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে। বর্তমানে তাদেরকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার খান্দুয়া ক্যাম্পে রাখা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্রমতে, বাংলাদেশের বকচর বিওপি'র দুই সদস্য রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের মেইন পিলার ৩৭ এর সাব পিলার ৮-৯ এর কাছে গেলে খান্দুয়া বিওপি'র বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ব্যাপারে ৩৭ বিজিবি'র গোদাগাড়ী কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্যদের পরিচয় জানাননি। পরে ৩৭ বিজিবি'র অধিনায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে সন্ধ্যায় কথা বলার পরামর্শ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।