আমাদের কথা খুঁজে নিন

   

বিজিবিকে ৬৬ বিদ্রোহী ক্যাম্পের তালিকা দিয়েছে বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত ৬৬টি বিদ্রোহী ক্যাম্পের তালিকা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ক্যাম্পগুলো বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় অবস্থিত বলে বিএসএফ'র পক্ষ থেকে জানানো হয়েছে। খবর পিটিআই'র।

আজ রবিবার বিএসএফ'র আসাম সীমান্তের আইজি সুধীর কুমার শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে বাংলাদেশে অবস্থিত ৬৬টি বিদ্রোহী ক্যাম্পের একটি তালিকা দিয়েছি। এ অঞ্চলকে জঙ্গিমুক্ত করতে আমাদের সহযোগী হিসেবে তাদেরকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।