আমাদের কথা খুঁজে নিন

   

মসজিদ নির্মাণে ১০ বস্তা সিমেন্ট দান এক ভিক্ষুকের!

হুংগা............হুংগা............ চাঁদপুর: মসজিদ নির্মাণের জন্য চাঁদপুরে ১০ বস্তা সিমেন্ট দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন খোরশেদ আলম (৫৫) নামে এক পঙ্গু ভিক্ষুক। দীর্ঘদিন ভিক্ষা করে সঞ্চয় করা ৫ হাজার টাকা দিয়ে তিনি গত ২৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বড় মসজিদের সংস্কার ও নির্মাণ কাজে ১০ বস্তা সিমেন্ট কিনে দিয়েছেন। খোরশেদের এই মহৎ উদ্যোগ দেখে এলাকার ধনি-গরিব সবাই হতবাক হয়ে গেছেন। তার এ উদ্যোগের পর থেকে এলাকার অনেক ধনি-গরিব ওই মসজিদে বিভিন্ন জিনিসপত্র দান করা শুরু করেছেন। জানা গেছে, খোরশেদ আলমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মেঘনা তীরে অবস্থিত বাকরপুর গ্রামে।

তবে ওই গ্রামটি এখন আর নেই। তিনি ওই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে। ২০-২২ বছর আগে মেঘনার করাল গ্রাসে তার গ্রামের বাড়ির ভিটেমাটি সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর কিছুদিন পর, খোরশেদের টায়ফয়েড হয়। এতে তার হাত ও পা অকেজো হয়ে যায়।

সেই থেকেই তিনি বিকলাঙ্গ। এর কিছুদিন পর তার মা মারা যান। একের পর এক হারানোর ফলে বাবা আতিক উল্লাহসহ নিঃস্ব হয়ে পড়েন খোরশেদ। বহুদিন পরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ নিউজটা ভাল লাগলো। সূত্র ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.