বিনত বিবির মসজিদ
ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডে (হায়াত বেপারীর পুলের পাশে) অবস্থিত এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় ৬০০ বছর আগে। এটিই ঢাকার সবচেয়ে প্রাচীন স্থাপনা এবং এই শহরের প্রথম মসজিদ। ছয়-সাত কাঠা জায়গায় গড়ে তোলা মসজিদটি চৌকোণ আকৃতির। মসজিদের গায়ের শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে অর্থাত ১৪৫৭ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়।
মসজিদের দেয়ালে একটি কালো পাথরে ফারসি ভাষায় বর্ণিত ইতিহাস থেকে জানা যায়, সে আমলে আরাকান আলী নামের এক পারস্য সওদাগর বাণিজ্যের উদ্দেশ্যে নারিন্দায় আসেন।
তিনিই মসজিদটি নির্মাণ করেন। এখানে নামাজ আদায় করতে পারেন ৩০-৩৫ জন মুসল্লি। ঢাকায় বসবাসকালেই আরাকান আলীর মেয়ে বিনত বিবির আকস্মিক মৃত্যু ঘটে। বাবার তৈরি মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। মেয়ের শোকে ছয় মাস পরই আরাকান আলী মৃত্যুবরণ করেন এবং তাঁকেও মেয়ের কবরের পাশে সমাহিত করা হয়।
সুত্র:View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।