আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাত নারী--৩

• প্রায়ই আমি এ প্রশ্নের সম্মুখিন হই, বিশেষ করে মহিলারা বেশি জানতে চান, আমি কীভাবে পারিবারিক জীবনের সাথে আমার বৈজ্ঞানিক গবেষণার ক্যারিয়ারের সমন্বয় ঘটাই। আসলে এটা এত সহজ নয়। • জীবনে ভয় পাবার কিছুই নেই, পুরো ব্যাপারটাই হলো উপলব্ধি করার, বুঝতে পারার। এখন সময়টা হলো আরো বেশি করে বোঝার চেষ্টা করার যেন আমরা কম ভয় পাই। • জীবন এখন আমাদের কারো জন্যই সহজ নয়।

কিন্তু কিসের জন্য? আমাদের আরো অধ্যবসায়ী হওয়া দরকার এবং আমাদের আত্নবিশ্বাসী হতে হবে। আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, আমাদের কিছু একটা উপহার দেওয়া হয়েছে আর আমাদেরকে তা অর্জন করে নিতে হবে। • ব্যক্তি সম্পর্কে কম কৌতুহলী হও, বরং তার দর্শণ সম্পর্কে বেশি আগ্রহী হও। • নোবেলের (আলফ্রেড নোবেল) মত যাঁরা ভাবতে পারেন, আমি তাঁদের মধ্য একজন, যে কিনা মনে করে, নতুন নতুন গবেষণার মাধ্যমে মানবজাতির অকল্যাণের চেয়ে আরো বেশি বেশি কল্যান সাধন হবে। • এমন কিছু ধর্ষকামী বিজ্ঞানী আছেন, যারা সত্যকে প্রতিষ্ঠিত করার বদলে ভুল খুঁজে বের করার জন্য সব সময় অস্থির হয়ে থাকেন।

• প্রকৃতির নতুন নতুন পরিচয় আমাকে শিশুর মত উচ্ছ্বসিত করেছে, সারা জীবন ধরে। • বিজ্ঞানের দারুন এক সৌন্দর্য রয়েছে, এমনটা যারা ভাবতে পারেন আমি তাদের মধ্যে একজন। একজন বিজ্ঞানী তাঁর গবেষণাগারে শুধুই একজন যন্ত্রপাতির কারিগর নন। তিনি যেন বিষ্ময়কর প্রকৃতি সামনে বসে থাকা এক ছোট্ট শিশু, আর তার মনে রূপকথার মতই এসব দোলা দিয়ে যায়। আমাদের কখনোই একথা ভুলে যাওয়া উচিৎ নয় যে, যখন রেডিয়াম আবিষ্কার করা হয়েছিল তখন কেউই জানত না যে, এটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায় তা প্রমাণ করা যাবে।

কাজটা তখন শুধুই ছিল বিশুদ্ধ বিজ্ঞান। এর থেকে এটাই প্রমাণিত যে, বৈজ্ঞানিক গবেষণা কখনোই এমন কোন দৃষ্টিভংগি নিয়ে বিবেচনা করা উচিত নয় যে, আবিষ্কারটির শেষ পর্যন্ত সরাসরি কোন উপকারিতা থাকবে কি থাকবে না। গবেষণা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত-- গবেষণার জন্যই। বিজ্ঞানের সৌন্দর্য উপভোগের জন্য। আর তারপর, একদিন ওই আবিষ্কারটিরও মানুষের কল্যাণে ব্যবহৃত হবার সুযোগ তৈরি হবে; আজ যেভাবে রেডিয়াম মানবকল্যাণের কাজে ব্যবহার হচ্ছে ঠিক সেভাবে ।

আরেকজন বিখ্যাত নারীর উক্তি। বুঝতেই তো পারছেন, তিনি কে? বলুন দেখি ঝটপট! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.