আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিখ্যাত পংক্তি, কবি সেই বিখ্যাত লাইলীর প্রেমিক স্বয়ং মজনু।

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh

ছোট বেলায় একটা ফার্সী কবিতা পড়েছিলাম.... অর্থটা মারাত্মক। এরকম কবিতা জীবনেও পড়েননি..... "পায়ে সাগ বুসিদা মজনু গুফতে মরদম ইচে বুদ, গুফতে মাজনু সাগে ই গাহে গাহে কোহে লায়লা রাফতা বুদ" একদিন মানুষেরা দেখল মজনু কুকুরের পায়ে চুমু দিচ্ছে, মানুষেরা অবাক হয়ে জানতে চাইল এ কেমন আচরণ তোমার? কুকুরের পায়ে চুমু দিচ্ছ........? সে বলল এই কুকুরের পায়ে আমি এজন্য চুমু দিচ্ছি যে লায়লা যে গলিতে ঘোড়াফেরা করে এই কুকুরও সেই গলিতে ঘোড়াফেরা করে।

লায়লার পায়ে যেই ধুলাবালি লাগে এই কুকুরের পায়েও সেই ধুলাবালি লাগে এই জন্য আমি এই কুকুরের পায়ে চুমু দিচ্ছি। প্রথম শুনে পুরাই টাসকি খাইছিলাম....। আরেকটি কথা আছে.....শুনেছি মজনুর বাবা মজনুকে এক বার হ্জ্জ করতে নিয়ে গেল ..........মজনু কাবার গিলাফ ধরে আছে.....। মজনুর বাবা মজনুকে বলল তুব মিন কুল্লি যাম্বিন। অর্থাৎ সকল গুনাহ থেকে তওবা কর....।

মজনু বলল আতুবু মিন কুল্লি যাম্বিন ওয়া লাকিন লা আতুবু মিন হুব্বি লাইলা। অর্থাৎ সকল গুনাহ থেকে তওবা করি কিন্তু লাইলার ভালোবাসা থেকে তওবা করি না। তবে আজকাল ধোকার যুগ। এত বিশ্বাস করা স্বাস্থ্যা সম্মত নয়। আর লাইলী মজনু শিরি ফরহাদ ....... এসব ঘটনাকে সত্যও বলা যায় না আবার মিথ্যাও বলা যায় না।

so just enjoy it whatever is true or flase, no matter

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.