আমি উত্তম নই আমি অধম ও নই আমি যা আমি আতেই সন্তুষ্ট কেউ আমার সাথে লাগতে না আসলে আমি লাগতে যাই না আপনি কি বিখ্যাত হতে চান?? তাহলে এক কাজ করুন যেকোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা শুরু করে দিন পক্ষে বিপক্ষে অনেক কথা আসতে থাকবে আর আপনি হয়ে উঠবেন পরিচিত! অনেকে আছে ধর্মকে বিতর্কিত করে নিজেকে লাইম লাইট এ আনার জন্য সাথে পেয়ে যায় কিছু পা চাটা মানুষ! আর সেই সাথে চলে তাঁর ধর্মের বিভিন্ন বিষয় কে ব্যাখ্যা আর অপব্যাখ্যার পায়তারা। আমি একটা বিষয় বুঝিনা ধর্ম সেটা যে ধর্মই হোক না কেন কোন ধর্মই কিন্তু আমাদের খারাপ কিছু শিক্ষা দেয় না! সকল ধর্মেই যা খারাপ তাকে খারাপ আর ভালোকে ভালো বলা হয়েছে! কিন্তু কিছু লোক আছে নিজেরা ধর্মকে বিশ্বাস করেনা আর সেই অবিশ্বাস আরও ছড়িয়ে দেয়ার চেষ্টাতে থাক, হয়ত সেটা করে নিজেকে আরেকটু জনপ্রিয় করে তুলতে সচেষ্ট হয়! ধর্ম হচ্ছে বিশ্বাস আর এই বিশ্বাসের ফলে সমাজ যদি সুন্দর য় সুস্থ ভাবে চলতে পারে তাহলে কার কি সমস্যা থাকতে পারে আমার জানান নাই! আবার এক প্রকার লোক আছে যারা ধর্ম নিয়ে বারাবারি করে , গোশত , পাতা, মউমাছির চাক, মাছের শরীর ,মুরগির ঝুটি, রুটি পাহার গাছ বিভিন্ন স্থানে আল্লাহ বা ভগবানের নাম দেখিয়ে ধর্মীয় মিরাকেল বলে প্রচার করে, আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই সব সল্প জ্ঞান এর লকেদের জন্য নাস্তিক রা আরও চেপে বসে সবাইকে বলি আপনার পরনের সামান্য কাপড় টা যেমন এমনি এমনি নিজে নিজে তৈরি হয়ে যায় নাই এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড ও এমনি এমনি তৈরি হয়ে যায় নি ! নিশ্চয় এর একজন সৃষ্টি কর্তা আছেন!! ধর্মকে আমরা যুক্তি দিয়ে বিচার না করে হৃদয় দিয়ে বিশ্বাস দিয়ে গ্রহন করি অজথা বিখ্যাত হবার আশাতে সমাজে অশান্তি না বাড়াই
সর্বশেষ আমার একজন বন্ধুর ফেসবুক স্ট্যাটাস যোগ করতে চাই " ধরা যাক এক কঠিন নাস্তিক মঙ্গল
গ্রহে গিয়েছেন। সেখানকার প্রাণহীন
প্রস্তরসংকুল ভূমি দেখে তিনি বলতে পারেন-
একে কেউ সৃষ্টি করেনি। অনাদিকাল
থেকে এটা ছিল। তার এই বক্তব্যে কেউ
তেমন বাধা দেবে না।
কিন্তু তিনি যদি মঙ্গল
গ্রহে হাঁটতে হাঁটতে একটা ডিজিটাল
নাইকন ক্যামেরা পেয়ে যান,
তাহলে তাঁকে বলতেই হবে এই
ক্যামেরা আপনা-আপনি হয়নি। এর একজন
সৃষ্টিকর্তা আছে। মনে করা যাক ক্যামেরা হাতে তিনি আরো কিছুদূর গেলেন,
এমন সময় গর্ত থেকে একটা খরগোশ বের
হয়ে এল। যে খরগোশের চোখ নাইকন
ক্যামেরার চেয়েও হাজার গুণ জটিল। তখন
কি তিনি স্বীকার করবেন যে এই খরগোশের
একজন সৃষ্টিকর্তা আছে? মনে হয় স্বীকার করবেন না।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।