আমাদের কথা খুঁজে নিন

   

মাগো তুমি

মাগো তুমি চলে যাবে একদিন অজানা এক দেশে যেখান থেকে আর কভু তুমি আসবেনা আর ফিরে ! বাসবেনা আর ভালো বলবেনা আর লক্ষী সোনা তুই যে আমার আলে ! ফেলবেনা আর চোখের পানি কভু আমার দুখে; তুমি আছ তুমি রবে তুমি আমার বুকে ! বলবেনা আর কাছে ডেকে ওরে সোনা মনি তুই যে আমার এ পৃথিবীতে সব চাইতে দামী !...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।