ঈদের বাসি মুবারক :)
মা "কি" তা না বুজার আগে বুঝি তাকে হারালাম, কি হারালাম তা বুজার চেষ্টা হয়ত করছি না ।
শুধু চেষ্টা করছি আমার মা যেনো আমায় নিয়ে জান্নাত বাসীদের সাথে গর্ব করতে পারেন,
যাতে সবায় কে বলতে পারেন, ওটা আমার গর্ভের সন্তান ।
আমি জানি আমি সব কিচু বাধা দিতে পারলেও চোখের অশ্রুকে হয়ত পারব না । হয়তবা তাই আমি ফ্লাশব্যক করছি না, সৃত্বি গুলান ইচ্ছে করে চেপে রেখেছি ।
যদিও এখনও মাজে মাজে অনুভব করি দিনের এত্ত ফোন কলের মাজে মার কেন একটাও ফোন কল আসল না,
যা রিসিভ করার সাথে সাথে অন্য প্রান্ত থেকে ভেসে আসত - "বাবা, কি করো তুমি, পানি খাইচো? তারাতারি চলে আইসো"
মাগো তোমায় নিয়ে আর রাতে ড্রাইভে যাওয়া হলো না ।
জানো মা, তুমি যখন অক্সিজেন সিলিন্ডারের উপর নির্ভর, আমি তখনো ভেবে রেখেচিলাম ওই সিলিন্ডার নিয়ে তোমাকে পাশে বসিয়ে ঘুড়িয়ে আনব আবার প্রিয় রাতের ঢাকায় ।
পারিনিগো মা আমি সতি্য পারি নি ।
আমার মা ছিলেন অনেক জেদি, শুধু আমার সাথে মার কোন জেদ ছিলো না । আমাকে একটু বেশীই বুজি ভালোবাসতেন, আমি তখনও বুজিনি ভালোবাসা কি জিনিস । আমি জানি মা আমি তোমার অদরের কারণেই হয়তবা একটু বেশী শিশু হয়ে ছিলাম ।
মাগো আজ এই দিনে,
হয়ত আরো শত শহশ্র মা হারার ভিরে,
আমার এই ছোট ছিড়িকুট মলিন হয়ে পরে রবে ধুলোমিশ্রিত পথে ।
হয়ত বা তুমি, আকাশের ছোট কুটো থেকে বেড়িয়ে আসবে তুমার এই আমার কাছে ।
হয়ত বা তুমি আনন্দের অশ্রুর গতি রোধে বলে উঠবে, বাবা তুই ভালো থাকিস ।
মাগো আমার ! আমি ইচ্ছা করে সব সৃত্বি ভুলে আছি, আছি ভুলে তোমার প্রিয় মুখ খানি ।
মাগো তুমিও কি আমার মতন আমাকে ভুলে আছো ?? মা! জাবাব কি তুমি দিবে, না হয় স্বপ্নেই বা দিলে ।
- এক মা হারা আমি, এই মা দিবসে ।
(আমি বানানে কাচা ভুলত হইবোই )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।