ব্যান ব্যান ব্যান ব্যান ১ ইউনুস একটা সুদখোর
২ গরিবের রক্ত চুষে খায়
৩ গরিবদের ভিটে ছাড়া করছে
৪ সুদ খাওয়া হারাম
আরও অনেক বক্তব্য শুনি চারিদিক থেকে
আমি একটা ঘটনা বলি
২০০৬ সাল । হঠাৎ টিভি খুলে দেখি বিবিসি নিউজ এ বাংলাদেশ রে দেখাইতেসে । আমি একটু অবাক হইলাম । বিবিসি তে বাংলাদেশরে দেখায় শুধু মাত্র
১ বন্যায় মানুষ মরলে
২ এই দেশের নেতা কর্মীরা বিরাট আকাম করলে
দেখি এই বার একটা ভালো কারনে বিবিসি বাংলাদেশ এর নাম নিছে। দেখি বাংলাদেশ নোবেল পাইছে !!!!!!!!!!!!!!!!!!!!
আমি খুশি তে কি করুম বুঝতেছিলাম না
আমার আব্বা শুইনা প্রায় নাচা শুরু করল
আমার বাংলাদেশ থেকে একজন নোবেল পাইল!!! পুরা পৃথিবীতে বাংলাদেশ রে নিয়ে মাতামাতি।
যেই দেশের মানুষ খিদার চোটে একজন আরেকজনরে খায়ে ফ্যালে সেই দেশে নোবেল পাইছে!! ( এইটা এক আমেরিকান করসিল )
এর কিছু দিন পর হাম্বা লিগ ক্ষমতায় আসলো । আওয়ামিলিকের এক জন বক্তব্য দিল " যুদ্ধ না থামাইলে কি নোবেল দেয়া যায় নাকি?"
আরেকজন কয় " এই সব নোবেল কেমনে আসে জানা আছে। কয়েক জনের লগে চা খাইলে এই নোবেল পাওয়া যায়"
আরেকজন কয় " হাসিনা ১৯৯৭ সালে যে শান্তি চুক্তি করছিল তাঁর জন্য নোবেল না দিয়া দিছে ইউনুসরে "
সাথে সাথে চুসিল জনগণ ঝাপায়ে পড়ল
" ইউনুস একটা সুদ খোর । তারে কিনা দেয় নোবেল ??"
ইউনুস সেই ১৯৭৬ সাল থেকে ব্যাঙ্কিং কার্যক্রম চালায়ে আসতেছে। ।
বাংলাদেশ সরকার ব্যাঙ্কিং এর যে নিয়ম ঠিক করছে তা মাইনা আসতেছে। কিন্তু যেই নোবেল পাইল সেই সুদখোর হয়ে গেল??
আর জামাতিরা কয় ইসলামি ব্যাঙ্ক ভালো। হেরা সুদ নেয় না । আমার আব্বা একটা সরকারি ব্যাঙ্ক এ এ চাকরি করতেছে ২৬ বছর । আমি জিজ্ঞেস করলাম " আব্বা ইসলামি ব্যাঙ্ক বইলা সুদ নেয় না।
এরা বইলা খুব ভালো"
আমার আব্বা কয় " ব্যাঙ্ক এর মূল নীতি হল মনে কর কেউ যদি ১০০ টাকা লোণ নেয় তাহলে সে দিবে ১১০ টাকা কিন্তু কেউ যদি জমা রাখে ১০০ টাকা তাহলে সে পাবে ১০৫ টাকা । আর এই দুয়ের মাঝে যে টাকা বাচে সেইটা দিয়ে ব্যাঙ্ক কর্মীদের বেতন থেকে শুরু করে বাকি খরচ মেটায়। তাহলে ইসলামি ব্যাঙ্ক কি আকাশ থেকে কর্মীদের বেতন দেয়?? এরা সুদি প্রথাকে শুধু ইসলামি নাম দিয়েছে। এই রকম ইসলামি নাম দেয়া ব্যাবস্থা কিন্তু সরকারি ব্যাঙ্ক এ আছে। ইচ্ছা করলে যে কোন ব্যাঙ্ক এর ওয়েব সাইট যেয়ে দেখতে পারে।
আর এই দেশ চলতেসে সুদের উপর । সুদ বন্ধ তো সব ব্যাঙ্ক বন্ধ "
আমরা ছোট কাল থেকে পড়ে আসছি সুদ নেয়া খারাপ কাজ কিন্তু এই সম্পূর্ণ পৃথিবী চলছে সুদের ওপর । আসলে মানুষের লাগে কারণ কি জানেন?? সুদ নেয়া হারাম এইটা আমরা জানি কিন্তু "ইউনুস সুদি কারবার কইরা নুবেল পাইয়া গেল ??"
মানুষের মনোভাব হল এমন।
আর যেখানে গরিবদের ভিটা ছাড়া করা অথবা চুষে খাওয়ার কথা মানুষ বলছে
আপনি কোন ব্যাঙ্ক থেকে টাকা লোণ নিবেন এবং ফেরত দিবেন না আপনাকে কোলে বসিয়ে চুম্মা দিবে??
আপনে যদি বাড়ি বন্ধক রেখে লোণ নেন, টাকা না দিলে আপ্নেকে লাত্থি মেরে ঘর ছাড়া করবে যে কোন ব্যাঙ্ক
কিন্তু ডঃ ইউনুস কে নোবেল দিছে কেন জানেন??
কারণ সে সত্যিকারের কিছু করছে গরিবদের জন্য। বন্ধক বিহীন লোণ দিছে এক মাত্র ডঃ ইউনুস।
কিন্তু আমরা জাতি হিসেবে এতটাই অভাগা যে একজন নোবেল পাইল, দেশের নাম ছড়াইল আর আমরা তারে গালি দেই
লাস্টে একটা মজার তথ্য যারা মনে করেন ইউনুস গরিবদের রক্ত চুষে খাচ্ছে
গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড এ বাংলাদেশ এর নাম খুব কম জায়গায় আছে তাঁর মধ্যে এক জায়গায় আছে গ্রামিন ব্যাঙ্ক এর নাম এইটা কি আপনেরা জানেন??
Muhammad Yunus of Bangladesh won the 2006 Nobel Peace Prize for starting a bank! In 1974, he founded the Grameen Bank, which lends billions in small loans to individuals and has a nearly 99% repayment rate!
৯৯ পারসেন্ট !!
পৃথিবীর আর কোন ব্যাঙ্ক এইটা করে দেখাইতে পারে নাই।
এই দেশের মানুষ সম্পূর্ণ বিশ্ব কে প্রমান দিছে এই দেশে দুর্নীতিবাজ নেতারা হাজার কোটি টাকা মারলেও আমরা গরিব মানুষরা ৯৯ পারসেন্ট এ সৎ .। .। .। .।
.। .। .। .। .।
.। .। .। .। .।
.। .। .। .। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।