যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয় .......... বেশি দিন আগের কথা বলছি না। আজ হতে মাত্র ৬ /৭ মাস আগেও ব্লগে, আজকের মতো অবস্থা ছিল না। তখন ব্লগটা অনেক বেশি জ্ঞান গর্ভ ছিল, ছিল অনেক জ্ঞানী ব্লগারদের সবর উপস্থিতি। (ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমি আমার পর্যক্ষেন থেকে বলছি।
) গুগল থেকেও এই ব্লগটাকে আমার বেশি তথ্য বহুল মনে হতো। যে কোন বিষয়ে অনেক বেশি হেল্পফুল মনে হতো। সবাই যেন খুবই ফ্রেন্ডলী। সবাই তার সাহায্যের হাত সব সময় সবার জন্য বাড়িয়ে রাখতো।
আবারও সেই পরিবেশ ফিরে আসবে সেই প্রত্যশায় আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।