লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন যামু কই। । সামু, প্রথম আলো, বাংলা নিউজ ২৪, নয়া দিগন্ত, আমারদেশ সব মিলে মিশে একাকার...।
প্রথম আলো তে ১টা খবর পরলাম। কিছু পর এসে দেখি সামু তে তার কপি পেস্ট।
বাংলা নিউজ ২৪ এ দেখলাম যে খবর কিছু আগে, সামু তে ইতিমধ্যে ৫ জন কপি পেস্ট মেরেছেন।
কেউ কেউ এমন সাইট থেকে কপি পেস্ট করেন, ওই সাইট নিজেই কপি পেস্ট করেছে আরেক জায়গা থেকে।
ভাইরে, যে ব্লগ এ আসে, সে কোন না কোন পত্রিকা পড়ে, অন্তত বাংলা পত্রিকা। । যদি কেউ না পড়ে তারে তো আপনি জোর করে পরাতে পারবেন না।
। পত্রিকার জায়গায় পত্রিকা, ব্লগের জায়গাই ব্লগ। ।
এইবার একটু ক্ষমা দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।