আমাদের কথা খুঁজে নিন

   

ফিরা যামু

দূর পরবাসে একলা আমি সপ্নলোকের পথে

একটু আগে এই লেখাটা পরলামঃ আবেগী পোস্ট......লেখাটা পড়ে আর বিদ্রোহী রণ ক্লান্ত ও উদাসী মন এর কমেন্ট পইরা অইটাতে একটা কমেন্ট লিখতে গিয়া এইতা লিখে ফেললাম...... আমার বয়স ২১। সেই হিসেবে পরালেখার দিক থেকে পিছাইয়া আছি। মাত্র ১ম বছর শেষ করলাম ইউনিভারসিটির। HSC দিছি ০৭ এ...... ২০০৯ এ আমেরিকা আইসা পড়া শুরু করলাম আবার। মাযখানে ২ বছর খালি ভাবছি......আমি বুয়েট ০৭ এ সিভিল এ ছিলাম ২০০৮ এ ......আই বি এ ১৭তম তে ছিলাম ২০০৯ এ...... এই ২ বছর খালি ভাবছি...... কেন বাংলাদেশে থাকমু? কী ঠেকা পরছে? এই রকম ফালতু দেশে আল্লাহ আমারে কেন পাঠাইল? ...............আমেরিকা আসলাম ১ বছর হয়ে যাইতেসে... ......এই ১ বছর এ অনেক কিছু বুঝতে শিখছি...... বাংলাদেশ বদলাবে না.........যতক্ষন এই বালের রাজনীতি না যায় দেশ থেইকা...... আমি বাংলাদেশে থাকতে চাই নাই কারণ এত অনিয়ম সহ্য হইত না......এইখানে অনেক ভাল আছি......সবাই নিয়ম মাইনা চলে...... এই আমেরিকা তেই থাইকা জাইতে ইচ্ছা করে..।

। ...। । ... কিন্তু এইটা ত আমার দেশ না......... আমার বাংলাদেশ তো এখন দুনিয়ার অপর প্রান্ত...। ..।

..। .................. এই টা কী চাইছিলাম আমি? আমি মাফ চাই আমার অক্ষমতার জন্য......কিন্তু আমি কী ই বা করতে পারতাম অই বয়সে? ছাত্র রাজনীতি?......... দুক্ষিত......গুলি খাইয়া অপমৃত্যুর তালিকা তে আরেকটা নাম বারানোর কোন মানে হয় না...... মা বাপের একমাত্র সন্তান......অনেক আশা ভরসা তাদের...... বাংলাদেশে থাকতে ইচ্ছা করেনা.........বাপ মা রে বুঝাইলাম বুয়েট, আই বি এ তে পইড়া কিছু হবেনা ( বাংলাদেশ থেকে ভাগার উপায় আত্তহত্যা করা বা বাইরে চলে যাওয়া) ............আমার দেশে ফিরা জাইতে ইচ্ছা করে......... তোমরা বালের রাজনীতি বন্ধ কর, দুরনীতি দূর কর......আমি সরি যে কিছু করতে পারলাম না...... আমি তাই করমু যেটা আমি ভাল পারি...... আগামী ২০ বছর পর কী বাংলাদেশ এর রাজনীতির পরিবরতন হবেনা? আমি ফিরা আসমু তখন............আমার জ্ঞান যেখানে কাজে লাগে সেখানেই ব্যবহার করমু ......আমারে কোন বেতন দিতে হবেনা.........প্রতিজ্ঞা করতেছি...... আপনেরা এখানে যারা আছেন তারা আমার বড়......ছোট কারো ভুলে বকাবকি করার আগে ছোটদের অ যে একটা যুক্তি আছে তা বুঝবেন আশা করি.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.