আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ সালে বুয়েট ভর্তিচ্ছুদের জন্য সতর্কবাণী

H.S.C এর রেজাল্ট দিয়ে দিয়েছে, সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেক গুলো বিশ্ববিদ্যালয়ই পরীক্ষার তারিখ ঘোষণাও করে দিয়েছে। যারা বুয়েটে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলে, তারা বুয়েটে সহসা ভর্তির আশা বাদ দাও। কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাবি, প্রবি গুলোতে চেষ্টা করো। খামাকা এই গন্ডগোলের বিশ্ববিদ্যালয়ে এসে কি করবে? কোমর সোজা করে দাড়াতে পারবে না কখনো বুয়েটে। কারণটা নিচে পড়ে দেখো।

তোমাদের এই অনিশ্চয়তা/দুর্গতির জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। গণতান্ত্রিক দেশে আন্দোলনের উপায় কি? বুয়েটের চলমান আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশনা দিয়েছে আদালত। বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ধারাবাহিক আন্দোলনে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বেঞ্চ একটি রুলও জারি করেছে। (গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের উপায় কি?) শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, “আদালত রুল জারির পাশাপাশি বুয়েটের চলমান আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাশাপাশি আইজিপি ও ডিএমপি কমিশনারকে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে বলা হয়েছে। ” (বুয়েটে এখনো পর্যন্ত কোনো সহিংসতা কিংবা কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। ভিসি প্রোভিসি নির্বিঘ্নে অফিস করছেন।

) আদেশের তিন দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে বিবাদীদের প্রতি নির্দেশনা চেয়েছিলেন ইউনূস আলী। আদেশের সময় রিটকারী ড. ইউনুস আলী আকন্দ দাঁড়িয়ে বলেন, ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়েও আদেশ দেওয়া হোক। জবাবে আদালত বলেন, “পরিস্থিতিতো অশান্ত, এখন কীভাবে ভর্তি পরীক্ষা হবে। আগে পরিস্থিতি হোক। পরে দেখা যাবে।

” (শিক্ষক সমাজ এবং প্রসাশনের সাথে এখন আদালতও সংযুক্ত হলো। ব্যাপারটা সমাধানের পথ আরো দীর্ঘতর হবে বলে মনে হচ্ছে, সবাই এখন আদালতের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করবে, অন্তত আগামী চার সপ্তাহ। ) তবে আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, মহামান্য আদালত একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে বুয়েটের ঐতিহ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম গত ১০ জুলাই ৪৪দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের যে আগাম ঘোষণা দেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করারও আদেশ চাওয়া হয় এই রিট আবেদনে। তবে এ বিষয়েও আদালত কোনো আদেশ দেয়নি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.