এখনো বেঁচে আছি !!! ......... মায়া সভ্যতার ক্যালেন্ডার এর শেষ দিন ২০১২ সালের ডিসেম্বর মাসের ২১ তারিখ। তবে কোথাও লেখা নাই যে পৃথিবী ধংস হয়ে যাবে ২০১২তে। তবে একটি চরম বিপদ এর কথা উল্লেখ আছে। যেই বিপদ এর কথা আমরা শুনছি তা মূলত চরম বিপদজনক একটা দুর্যোগ। যার ফলে পৃথিবী ধংস হবে না তবে বড় বিপর্যয় এর ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এক দিক দিয়ে এই বিপর্যয় হবে আর্থিক। কয়েক ট্রিলিয়ন ডলার ক্ষতি ঘটতে পারে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে পশ্চিমা দেশ গুলো।
কেন??? আসছি সেই কথায়। আসুন আগে দেখি আসলে কি ঘটবে ২০১২ সালেঃ
২০১২ সালে বিশাল একটা সোলার স্ট্রোম বা সৌর ঝড় ঘটতে যাচ্ছে।
এই বিশাল ঝড় সৃষ্টি হবে সূর্য থেকে শক্তির তীব্র বিকিরন এর কারনে। অনেকটা আগ্নেয়গিরিতে যখন অগ্ন্যুৎপাত ঘটে তখন যেভাবে লাভা তীব্র ভাবে বিস্ফোরিত হয় তেমন ভাবে শক্তির উদগিরন ঘটবে সূর্য থেকে এবং তা সরাসরি পৃথিবীর দিকে তীব্র বেগে ছুটে আসবে!!! দূরত্বর কারনে শক্তি অনেকটাই কমে গেলেও যেটুকু থাকবে তা আমাদের পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা লন্ডভন্ড করে দিতে যথেষ্ট। বেশির ভাগ স্যাটেলাইট নষ্ট হয়ে যাবে। পাওয়ার স্টেশন গুলো নষ্ট হয়ে যাবে। বেশির ভাগ অঞ্চল এ লোডশেডিং দেখা দিবে।
মোবাইল ফোন ও নষ্ট হয়ে যেতে পারে। বেশির ভাগ স্যাটেলাইট আমেরিকা আর ইউরোপিয়ানদের হওয়ার কারনে তাদের জন্য বিশাল ক্ষয়ক্ষতির কারন হবে এই সৌর ঝড়।
**উল্লেখ্য ২০০১ সালে একটি সৌর ঝড়ে আমেরিকার বেশ কিছু স্যাটেলাইট নষ্ট হয়ে গিয়েছিল।
আর ২০১২ সালের সৌর ঝড় হবে অনেক অনেক শক্তিশালী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।