কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে............... ২০১২,
তুমি স্মৃতির পাতায় অবিনশ্বর
তুমি হৃদয়ের খাতায় সমান্তর ।
তুমি হাসি আর কান্নার নবীন মোহনা
তুমি অর্জনে আর ব্যর্থতায় অপর্ণা ।
২০১২,
তুমি সাবলীল আহ্বানে বন্ধুর কাছে আসা
তুমি দায়িত্বশীলদের সুগভীর ভালোবাসা ।
তুমি মনের তুলিতে আঁকা
তুমি সাদা কবুতরের উড়ন্ত পাখা ।
২০১২,
তুমি বাঁকে-বাঁকে কাব্যের ঝুড়িতে
তুমি দিগন্তে সবীতার হাসিতে ।
তুমি বারবার ফিরে আসা
তুমি আপনজনের তৃপ্তিময় ভাষা ।
২০১২,
তুমি’ত শুধু কোমলতা নয়
তুমি রাজপথে বাতিলের পরাজয় ।
তুমি সঙ্গীতের সুর-লহরী নয়
তুমি বিদ্রোহী কন্ঠের অপরিমেয় জয় ।
২০১২,
তুমি মুক্তিকামী জনতার দুর্গম শিবির
তুমি দুরন্তে, তুমি দিগন্তে, তুমি বিপ্লবে অধীর ।
তুমি অন্ধকারে আওয়ামী হায়েনার ক্ষয়
তুমি সত্য সেনাদের জামায়াতের জয় ।
২০১২,
সিপাহসালারের দুর্গপ্রতিম শপথ
তুমি কারারুদ্ধ মানবতার বিজয়ের পথ ।
তুমি আনন্দে, তুমি বিজয়ে সত্য কথা
তুমি হাহাকার বুকে প্রেমের বীরত্ব গাঁথা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।