https://www.facebook.com/tanvir.mh সাইফুলের বয়স ৪৩ ছুই ছুই। বিয়েটা এখনও করা হয়নি। বউ খুজতে গেলে নিজের জেনারেশানের মেয়ে খুজে শুধু। একবার ২৬ বয়সের এক মেয়ের সাথে বিয়ের কথা হইছিল কিন্তু তার কাছে মেয়ের বয়স কম মনে হয়েছিলো বলে আর আগায়নি।
সে একটা ছোট চাকরি করে ১৩ বছর হল।
৩হাজার টাকা দিয়ে চাকরি শুরু করছিল আজ ১৩ বছর পর সর্বসাকুল্যে তার বেতন ১৩ হাজারে ঠেকেছে। তবু সে বিয়ের ব্যাপারে আশাবাদী। বেলা বোসের মত একজন অনেক যুগ আগেই তাকে ছেড়ে গিয়েছে। সেই মহীয়সী নারীর সাথে তার ৪০ দিনের প্রেম ছিল কিন্তু তাকে ভুলতে তার ১০ বছর সময় লেগেছে।
সব কিছু বাদ দিয়ে এখন সে একটা সংসারের স্বপ্ন দেখে।
চিন্তা করে দেখল এখন মানুষ ৫৫ বছরের মত বাচে। এখন যদি বিয়ে করে দ্রুত একটা বাচ্চা নিতে পারে (যদি বউ চায় আর কি) তাহলে বউ বাচ্চার সাথে ১০ টা বছর কাটাতে পারবে। আর সে শুনেছে এক ফাসির আসামিকে বলা হয়েছিল সে কিছু চায় কিনা। উত্তর ছিল হা চাই “বিয়ের পর প্রিয়তমার সাথে কাটানো ১ মাস চাই”।
সেই সময়টাও সাইফুল পেতে চায়।
পরিবার,বন্ধু কোন জায়গা থেকে বিয়ের ব্যাপারে সহযোগিতা সে পায়নি। তাই কি আর করা অবশেষে নিজের দিক নিজেকেই দেখতে হবে। একটা ম্যারেজ মিডিয়া খুজে বের করে সেখানে গেল।
আচ্ছা আপনাদের এখানে আসছিলাম বিয়ের ব্যাপারে তত্ত্ব নিতে।
হা বসেন।
আমি শান্ত। এখানে ১৮ থেকে ৫৫ সব বয়সের সব ধরনের মেয়ে আছে।
শান্তর কথায় বুঝা গেল মেয়েদের তারা পন্যের মত মনে করে যেভাবে বয়স বলতেছে।
আর ১৮এর নিচে ৫৫ এর উপরে চাইলে পাওয়া যাবেনা?
যাবে যাবে চেষ্টা করলেই যাবে টাকা একটু বেশি লাগবে।
সাইফুল তাকে জিজ্ঞেস করেই ফেলল আপনি কয়টা করছেন বিয়ে?
একটা।
বউয়ের নাম শান্তি। তার নামে আমার এই ম্যারেজ মিডিয়া
বাহ সুন্দর সুন্দর জানতাম ভাই বোনের নাম মিলে এখন দেখতেছি জামাই বউয়ের নামও মিলে।
আচ্ছা ছেলের যোগ্যতা কি হওয়া লাগবে?
মেজর,ডাক্তার,ব্যারিস্টার থেকে শুরু করে প্রথম শ্রেণীর বেকার পর্যন্ত যে কোন যোগ্যতা।
আমি একটা ছোট চাকরি করি বেতন পাই নিজে চলার মত তাহলে আমাকে কোন যোগ্যতায় ফেলা হবে?
ডাক্তার ব্যারিস্টারের ক্যটাগরিতে ফেলাতো সম্ভব না তবে আপনাকে ভদ্র ঘরের মার্জিত ছেলের ক্যাটাগরিতে ফেলে দিব।
বুঝা গেল টাকা দিলে আমাকে ডাক্তার জামাই বানিয়ে দিতে পারবে।
তারপর আর কি কি?
আর তেমন কিছুনা। ৩হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশান করবেন। মেয়ের ছবি দেখবেন। মেয়েও আপনার ছবি দেখবে। ভাল লাগলে ২ জনের কথা বলার ব্যবস্থা আমরা করিয়ে দিব।
৩হাজার টাকা একটু বেশি হয়ে গেলনা?
৩হাজার টাকা বেশি মনে হলে বিয়ের পর বউ পালবেনা কেমনে?
বউতো ৩হাজার টাকা ফ্লেক্সিই চাইবে মাসে।
কি বলেন তাহলে মোবাইল ব্যবহার করেনা এই রকম মেয়ে দিবেন। আর কথা বলার কি দরকার আমার পক্ষ থেকে আপনিই কথা বলে ফেলেন।
কি যে কন না বিয়ে কি আমি করবো?
তাও ঠিক আপনার তো শান্তি ভাবিই আছে।
সাইফুল সাহেব আপনার অবস্থা আমি বুজতে পারছি আপনি চাইলে আপনাকে বড়লোকের শর্ট ডিভোর্সি পাত্রী দিতে পারি।
পায়ের উপর পা তুলে খেতে পারবেন।
না ভাই বাদ দেন মধ্যবিত্ত হলেই হবে।
সাইফুল শান্তি ম্যারেজ মিডিয়ার উপর আস্থা রেখে ৩হাজার টাকা দিয়ে বাসায় চলে আসলো।
১০ দিন পর ফোন দিল শান্ত।
সাইফুল ভাই আমি শান্ত!
জব্বর একটা মেয়ের সাথে আপনার কথা বলাইয়া দিব ।
তিতুমির থেকে অনার্স বয়স ২৮ হবে ভেরি ফ্রেশ। লাল পাঞ্জাবি পরে আইসেন। বিয়ে প্রায় ফাইনাল।
সাইফুল মেয়ের সামনে চুপচাপ বসা। এক গ্লাস পানি হাতে নিল।
আপনার নাম?
আসিমা….
আপনার?
সাইফুল।
মেয়ে জিজ্ঞেস করল বিয়েতো আপনি করবেন তাই না?
জী আমি….
এত বছর কেন করেননি?প্রেমে ব্যর্থ নাকি?
না এমনি করা হয়নি।
বুঝি বুঝি ছেলেদের মতিগতি বুঝি…
মেয়ের আচরন কথা বার্তা শুনে এখনি তার মন খারাপ হয়ে গেল। রবি বাবুর এক লেখায় পরেছিল
“বিয়ের দিন মানুষের মন খারাপ থাকে কারণ বিয়ের আগ পর্যন্ত তার কল্পনায় নিজের একজন রাজকন্যা/রাজপুত্র থাকে,যার সাথে বিয়ে হয় তার সাথে কল্পনার মানুষটির কোন মিল খুজে পায়না”
কিন্তু সাইফুল মেয়ে দেখতে এসেই হতাশ।
না বিয়েই করবনা জীবনে ৩ হাজার টাকা গেছেতো গেছে মনে মনে বলে।
আচ্ছা সাইফুল সাহেব শুনেন বয়স ২ জনেরই কম না। আর আমরা প্রেমও করবনা তাই আমাদের নিজেদের সব কিছু জেনে নেয়া উচিত।
সাইফুলের কিছুই জানার ইচ্ছে নেই।
আসিমা বললো কিসে চাকরি করেন কত টাকা পান?
ছোট একটা ফার্মে চাকরি করি। ১৩ হাজার টাকা পাই।
হাহা । নিজে চলতে পারেন তো?
হা মেছে থাকি চলে যায়।
আমাকে কি খাওয়াবেন?
সাইফুল চিন্তা করেনি বিয়ের পর আরেকজনের জীবন তার সাথে জড়িয়ে যাবে নতুন বাসা নিতে হবে। সে ভাবত বউ মনে হয় তার রুমমেটই হবে।
দেখেন আপনার যদি মনে হয় আমার বেতন আপনার চাহিদা মেটাতে পারবেনা তাহলে আমরা এই আলাপচারিতা থামিয়ে দেই।
হা ভালো করে চেষ্টা করেন মোটা অংকের বেতন পেতে তাহলে ভালো মেয়ে পাবেন।
হুম টাকাতেই তাহলে ভালো মেয়ে পাওয়া যায়?
না তা না কিন্তু আপনিতো জানেনই অভাব দরজা দিয়ে ডুকলে ভালবাসা জানালা দিয়ে পালাবে।
সেই সব মানুষদের ভালবাসা থাকলেতো জানালা দিয়ে পালাবে!!আর আপনার উপদেশের জন্য ধন্যবাদ দেখি এমন কাউকে পাই কিনা যে আমার অভাব সহ্য করে আমার সাথে থাকবে আর ভালবাসা জানালা দিয়ে পালাতে চাইলে সে নিজেই জানালাটা বন্ধ করে দিবে।
তানভীর মাহমুদুল হাসান (টেনি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।