আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক পরিবহন ও চলাচল আইন ২০১২, আসনে শুনি এই আইনের কিছু লুতুপুতু।

সড়ক পরিবহন ও চলাচল আইন ২০১২ পয়দা হইতাছে, ৩০১ পৃষ্ঠার পাইপ লাইনে এই আইন পয়দা হইলেই এইটা দেশের সর্ববৃহৎ আইন হিসেবে স্বীকৃতি পাইবে। আইন ভর্তি লুতুপুত, আসনে শুনি এই আইনের কিছু লুতুপুতু। ক. সাইকেল চালাতে চালক এবং সাইকেলের লাইসেন্স লাগব(২৭৬ এর ২) খ. ১৮ বছরের আগে এই লাইসেন্স পাওয়া যাইব না (২৭৬ এর ২)। গ. ....পথচারী কর্তৃক সড়ক ব্যবহারের সময় তাহার ‍উপস্থিতির সংকেত প্রদানের জন্য সংকেত প্রদান কারী যন্ত্রপাতি, বাতি/ল্যাম্প ও রিফ্লেক্টর লাগাইতে হইব। তার মানে আপনার সামনে পিছনে ব্যাক লাইট, সামনে হেড লাইট বা হাবিজাবি লাগাইতে হইব।

আইন পয়দায় প্রচেষ্টায় লিপ্ত সকল স্যারদের কই। দেশটা সব অশিক্ষিত, অসভ্যতে ভরপুর। এটা যদি বুঝতেই পারেন তাহলে আমাদের মত অশিক্ষিত, অসভ্য মানুষের বোধগাম্য আইন পয়দায় লিপ্ত হন। আর যদি না পারেন তাহলে আপনারা ভদ্রলোকের দেশ চলে যান। যাওয়ার সময় আপনাদের মহাগ্রন্থ প্রস্তাবিত সড়ক পরিবহন ও চলাচল আইন ২০১২ এর শক্ত, নরম উভয় প্রকার কপি নিয়া যাইয়েন।

নয়তো ট্রাক ডাক দিমু কিন্তু জলবায়ুর ট্রাস্ট ফান্ডের তহবিলে কেইস প্রজেক্টের এর আওতায় পয়দায় অপেক্ষামান এই আইন পাবেন Click This Link),+2012 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.