http://mazedul.blogspot.com/ প্রতিবছর আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে সড়ক দুর্ঘটনায়, অথচ এই দিকে নজর দেয়ার মত কেউ নেই, নেই কোন সামাজিক আন্দোলন। গণমাধ্যমগুলো রাজনৈতিক দলাদলির খবর পরিবেশন এবং সেই সংক্রান্ত টক শো নিয়ে রোজ ব্যস্ত থাকে। মাদক সমস্যা সহ অন্যান্য সমস্যা নিয়ে বিভিন্ন সংগঠন সচেতনতা সৃষ্টির জন্য কাজ করলেও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপায় অনুসন্ধানের জন্য সরকার কিংবা অন্য কোন সংগঠনকে খুব বেশি সোচ্চার হতে দেখা যায়নি। যদিও বিভিন্ন সময় আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদগণ সহ অনেক বুদ্ধিজীবী শিল্পী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা চাইনা আর একটিও মূল্যবান তাজা প্রাণ এভাবে অসময়ে হারিয়ে যাক।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ আরও পাঁচজন গুণী ব্যক্তিত্বের অকাল প্রয়ানে আমরা গভীর শোকাহত। আমরা চাই না এভাবে অমূল্য প্রাণ নিমিষেই হারিয়ে যাক। আসুন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সোচ্চার হই, এই লিংকেঃ http://on.fb.me/SHNorg ক্লিক করে "সড়ক হোক নিরাপদ" শিরনামের ফেইসবুক পেজ এ যোগ দিন।
আমাদের লক্ষ্য সারাদেশব্যপী সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা, সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে সেগুলো নির্মূলে পদক্ষেপ নেয়া, দোষী ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করতে প্রয়োজনে প্রশাসনকে চাপ প্রয়োগ করা। আমরা এ বছর জুলাই থেকে এই কাজ শুরু করেছি প্রাথমিক পর্যায়ে বিভিন্ন চালকের সাক্ষাৎকার নেয়া হচ্ছে, তাঁরা সড়ক দুর্ঘটনার মূল কারণগুলো তাঁদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের জানাচ্ছেন।
আমরা কেবল শুরু করেছি এরকম সময় আরেকটি আঘাত সবকিছু এলোমেলো করে দিল, আজ ১৩ আগস্ট আমরা বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ আরও বেশকজন গুণী ব্যক্তিত্বকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। আর অপেক্ষা করার সময় আমাদের হাতে নেই, আর একটিও প্রাণ এভাবে যেতে দেয়া যায় না। আজ আমরা ফেইসবুকে এই পেজটি চালু করলাম। আমরা সারাদেশব্যপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। আশাকরি আপনারা আমাদের সঙ্গী হবেন।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।