অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মানুষের মৌলিক অধিকার... কিন্তু এই জিনিসগুলার প্রয়োজনীয়তা আমার মতে পর্যায়ক্রমিকভাবে আসে... আপনার অন্ন সংস্থান হলে আপনি ন্যাংটা থাকলেও বেঁচে থাকতে পারবেন... এরপর আসে লোকলজ্জা/সামাজিকতা...জামা-কাপড়... তারপর আশ্রয়... অতঃপর আপনার জরা- মৃত্যুর সাথে যুদ্ধ... মানে চিকিৎসা...... এরপর সামাজিকতার উপযোগীতার জন্য আপনার প্রস্তুত হওয়া... প্রগতির লক্ষ্যে, সভ্য হওয়ার লক্ষ্যে আপনার প্রশিক্ষণ নেয়া... মানে শিক্ষা...... প্রায়ই আমরা চিৎকার চেঁচামেচি করি যে, আমাদের শিক্ষা-প্রগতির অনেক অভাব... লোকগুলা/ বাচ্চাগুলা হয়ত শিক্ষিত হলে আরো প্রগতির দিকে ধাবিত হত... জাতি হিসেবে আমরা উন্নত হতাম... কিন্তু একবারও কি আমরা চিন্তা করে দেখেছি, বাচ্চাগুলা স্কুলে যায় না কেন? একটা শিশুর পেটে যদি অন্ন না থাকে, তার পরিধেয় যদি না থাকে, তাকে যদি রাত্রিযাপন করতে হয় কাওরানবাজারে রাস্তার পাশে টুকরিতে......যে শিশুর বয়স দশ বছর পার হয় নাই, তার কাঁধে যখন তার পুরো পরিবারের ভরনপোষনের দায়ভার...... সেই শিশুটির কাছে স্কুলে যাওয়ার গুরুত্ব/ শিক্ষা প্রগতির মুল্য আসলে কতটুকু???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।