মা বাবা সব সময় চাইত যাতে আমি ভাল ভাবে লেখাপড়া করি। ভাল জায়গায় চান্স পাই। তাদের মনের আশা পূরণ করার জন্য সব সময় চেষ্টা করতাম। আর এর জন্যই আমি আজ বুয়েটের অন্যতম বাঁশ খাওয়া পাব্লিক। এক বছরের কিছু বেশি সময় হবে বুয়েটে পড়ছি।
বুয়েটে আসার সময়ও ইচ্ছা ছিল নিয়মিত পড়াশুনা করব,ভাল রেজাল্ট করব। এখন এই সব কথা ভাবলে রীতিমত হাসি পায়। বিগত এক বছরে এটা আমার কাছে একদম পরিস্কার যে আর যাই হোক মনের উপর জোর খাটায় আমি আর পড়াশুনা করতে পারব নাহ। এই উপলব্ধি বেশ বিস্ময়কর, উপলব্ধির ফলাফল কিঞ্চিত বিব্রতকর।
এই অবস্থার কারন বোধগম্য নয়।
মাঝে মাঝে ভাবি যে বুয়েটে চান্স পাওয়া অনেক বড় একটা লক্ষ্য ছিলও তাই হয়ত বা এখন আর লেখাপড়ার প্রতি আগ্রহ নেই। এটা ভেবে যেয়ে কত বার পড়ার টেবিলে বসলাম তারও ঠিক নেয়। ফলাফল শূন্য।
আমরা কয়েক জন বন্ধু আশেপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করে এবং নিজেদের উর্বর মস্তিষ্কের বিস্তর গবেষণা দ্বারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যেয়ে আমাদের জীবনে যদি কোনও নারীর আগমন ঘটে তাহলে হয়ত পরিস্থিতির পরিবর্তন হলেও হতে পারে। তাহলে প্রশ্নও উঠলো কি করবো???উত্তর আসল কি করব মানে??এই সব তো আর ইচ্ছা মত হয় নাহ।
যদি কাওকে ভাল লাগে আর বুঝি যেয়ে চেষ্টা করলে সফল হওয়া যাবে তাহলে দেখব। আচ্ছা তাই সই।
কিন্তু কবি গুরু আর এমননিই বলেন্নিঃ
জেনে শুনে বিষ করেছি পান।
কিন্তু আমরা আসলে পান করিনি। অনুকুল অবস্থায় পান করার সিদ্ধান্ত নিয়েছিলাম মাত্র।
কিন্তু বিধি বাম।
কেউ তো আর মহাপুরুষ নাহ। আমি তো না ই। নানা কল্পনার স্রোতে গা ভাসিয়ে, রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখে যখন এগিয়েছি তখন বাঁশের বাড়ি খেয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে হয়েছে।
মিফতাহ ভাই তো বলেই দিলেন----
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,
বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়।
প্রথমে মায়ায় পরে আরও অনেক কিছুতেই ডুবতে হয় এই সব ব্যাপারে। এমন এক বাজে জিনিস,ঠিক যেন রাস্তার ওই সুস্বাদু আচারের মত। যদি না খাই তবে মনে আক্ষেপ থাকে,খাওয়ার পর বেশির ভাগ ক্ষেত্রে পেটে ব্যথা হয় আর পেট থেকে নেমে যাওয়ার পরো বেশ কিছু দিন পর্যন্ত খাওয়ার জের থেকে যায়। কিন্তু জ্ঞানীরা বলেন সব রাস্তা দিয়ে একবার হলেও হাঁটা উত্তম। আমিও উত্তম হতে আন্তরিক ভাবে সচেষ্ট।
যেহেতু এখনও কোনও আচার খাই নি যে জীবনে পরিবর্তন আসবে তাই পলাশীর মোড়ে চা খেতে খেতে বিভিন্ন রকম আচার দেখে উহু আহা করি আর পাশের বন্ধুকে বলি দোস্ত তোর ডানে তাকা,দেখ কিরকম। সবাই এই সিদ্ধান্ত নেই যে উফফ!! ঝাল!!!!!
(পাঠকবৃন্দ অপটু লেখকের প্রথম লেখা । নিজ গুণে ভুলত্রুটি মাফ করবেন। যদি কোনও গুণ না থাকে তবে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিদিন বিকালে পলাশীর মোড়ে।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।