আমাদের কথা খুঁজে নিন

   

মৌলিক পাখির মৃত্যু হলে



মৌলিক পাখির মৃত্যু হলে শহরের সব ভিতুরা আজ ট্রাফিক পুলিশ শুধু সর্বহারা কাক জেগে থেকে মৌলিক সুর শোনায় তবু এক আজন্ম কৃতদাসেরা সূর্যের গল্প শোনাতে শোনাতে আমাদের কান্ত করে ফেলে। আমরা আমাদের ছেড়ে নিবু নিবু বাতি নিয়ে মন্দির নয় মসজদি নয় হতচ্ছড়া গোল্লাছুটের মাঠে উড়াই কেবল সুতোকাটা ঘুড়ি। ঘুড়ির জীবন ভালোবেসে তবু যদি যাওয়া যেতো দূর কোনো দেশ দেশের সীমানা ঘুচে গেলে উজবুকেরা শুধু বলে: দেশের সীমানা বড্ড দরকারী। আকাশ ঘুরে ফিরে সিলিংয়ে বন্ধি হয় সিলিং হয়ে যায় প্রেমের চিঠি প্রেমপত্র লেখা হয় না বহুদিন। শহরের সব মৌলিক পাখির মৃত্যু হলে আমাকেও তবে কবরে দিও অথবা নিজেই কবরে চলে যাবো সটান ভোকাট্টা ঘুড়ির জীবন ভালোবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।