মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য পরিবেশিত প্রথম ডিনারের তালিকাটি নিলামে ৪৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। টাইটানিকডুবির ১০০ বছর পূর্তি উপলক্ষে এ নিলামের আয়োজন করা হয়। ডুবে যাওয়া টাইটানিক থেকে উদ্ধার করা ৪০০ উপকরণ নিলামে তোলা হয়।
খবর এনডিটিভির।
রোববার নিলামে ওঠা খাবারের তালিকাটিতে তারিখ দেয়া আছে ১০ এপ্রিল, ১৯১২। এতে মেনু হিসেবে রয়েছে, হাঁসের রোস্ট, বাচ্চা গরুর মাংস, ফ্রেঞ্চ আইসক্রিম ও মুখরোচক বিভিন্ন ধরনের খাবার। যাত্রা রাতেই এসব খাবার পরিবেশন করা হয়। এর তিন দিন পরই দুর্ঘটনায় পড়ে ডুবে যায় জাহাজটি।
নিলামকারী প্রতিষ্ঠান ‘হেনরি অলড্রিজ অ্যান্ড সন অকশনিয়ার’-এর অ্যান্ড্রু অলড্রিজ জানান, নিলামের জন্য আনা উপকরণগুলোর মধ্যে খাবারের তালিকাগুলোর চাহিদাই সবচেয়ে বেশি। এ ছাড়া নিলামে ওঠা বিভিন্ন স্মারকের মধ্যে একটি স্বর্ণের মেডেলও ছিল। টাইটানিকের যাত্রীদের উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়ার সেকেন্ড অফিসার জেমস বিসেটকে দেয়া হয়েছিল সেটি। নিলামে মেডেলটির দাম ওঠে ৪১ হাজার পাউন্ড।
বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে ভাসমান হিমশৈলর আঘাতে ডুবে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।