আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদ আলী- কিংবদন্তী বক্সার

পারকিনসন রোগে গুরুতর অসুস্থ কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। এখন প্রায় বোধশক্তিহীন। বসবাস জীবনমৃত্যুর মাঝামাঝি। লন্ডন অলিম্পিককে নতুন মাত্রা দিতে সর্বকালের সেরা ক্রীড়াবিদের উপস্থিতিতে তার ভক্তের একটি অংশ হয়ে উঠেছে প্রতিবাদী। তাদের দাবি, শরীরের এ অবস্থার কথা পরিচালক ড্যানি বোয়েল জানতেন।

তারপরও তাকে ব্যবহার করে বাহবা কুড়াতে অনেকটা জোর করেই তাকে অনুষ্ঠানে আনা হয়েছে। এ নিয়ে কোনো ছাড় দিতে রাজি ছিলেন না তিনি। মোহাম্মদ আলীর শারীরিক অবস্থা যে কতটা সঙ্গীন তা সরাসরি দেখতে পেয়েছে সারাবিশ্ব। কিংবদন্তি মোহাম্মদ আলী অনুষ্ঠানে হাজির ছিলেন ঠিকই, কিন্তু তিনি বুঝছিলেন না চারদিকে কী হচ্ছে। এমন অবস্থায় তাকে এনে লাভটা কী হলো।

যা হয়েছে তা হলো, সারাবিশ্বে ছড়িয়ে থাকা আলীভক্তরা দুঃখিত হয়েছেন, প্রিয় মানুষের এ অবস্থায় কষ্ট পেয়েছেন। পারকিনসন রোগ খেয়ে ফেলেছে মোহাম্মদ আলীর সব শক্তি। তার অবস্থা এতটাই খারাপ যে, সঙ্গে থাকা স্ত্রী লোনি বারবার বলেও একটুও নড়াতে পারেননি আলীকে, পুতুলের মতো তাকে ধরে ধরে সারানো হচ্ছিল। অলিম্পিক পতাকাটি ধরতে চাইলেও অসার আঙুলগুলো তাতে সায় দেয়নি মোহাম্মদ আলীকে। ভক্তদের দাবি, মোহাম্মদ আলীর মতো কিংবদন্তিকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য পরিচালক প্রশংসা পেতেই পারেন।

তবে তার মানে এই নয় যে, পারিপাশর্ি্বক সবকিছুই ভুলে যেতে হবে। মোহাম্মদ আলীকে চেষ্টা করেও যখন চেয়ারে বসানো যাচ্ছিল না, দৃশ্যটি দেখে আলীভক্ত ব্রিটিশ নাগরিক সোলেমান আন্ডারির মনে হয়েছে, কেউ যেন তার গালে কষিয়ে থাপ্পড় মারছে। আমার খুব কষ্ট লেগেছে। এ অবস্থায় তাকে লন্ডনেই আনা উচিত হয়নি। এমন তো নয়, সাবেক এ বিশ্বচ্যাম্পিয়ন বক্সার আগে কখনও অলিম্পিক অনুষ্ঠানে যোগ দেননি।

১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকেই মশাল জ্বালিয়েছেন তিনি। সে দৃশ্য এখনও আলীভক্তদের উল্লসিত করে আর লন্ডন অলিম্পিকের দৃশ্যটি আলীভক্তদের কাছে হয়ে থাকবে ভয়ঙ্কর কিছু। ভক্তদের এ দাবির সঙ্গে একমত ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন এআইপিএস প্রেসিডেন্ট জিয়ানি্ন মারলো। তার কথা, আমরা বিনয়ী। কিন্তু মনে রাখা উচিত অলিম্পিক স্পিরিট বাড়তি গুরুত্ব বহন করে।

আন্তজার্তিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান একজন অর্থোপেডিক চিকিৎসক। তার কাছে আমার প্রশ্ন, মোহাম্মদ আলীকে যখন তিনি দেখলেন তখন তার কেমন লেগেছে। আমি নিশ্চিত, তিনি তার কোনো রোগীকে এমন অবস্থায় কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দিতেন না। মারলোর মতে, জেমস বন্ডের সঙ্গে রানী এলিজাবেথকে দিয়ে অভিনয় করানোর জন্য মানুষ যেমন ড্যানি বোয়েলকে অনেকদিন মনে রাখবে, তেমনি পারকিনসন রোগে ভোগা দুর্বল মোহাম্মদ আলীকে হাজির করার জন্যও মানুষ মনে রাখবে তাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.