আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদ নাম ও একটি খবর



শিশুদের নাম রাখার ক্ষেত্রে " মোহাম্মদ " নামটি হল প্রথম স্তরে ইংল্যান্ডে পিতা-মাতা " মোহাম্মদ " নামটি যা জ্যাক নামের পর দ্বিতীয় তাদের শিশুদের জন্য পছন্দ করছেন। সম্ভবত বছর শেষে এ নামটি, নাম রাখার ক্ষেত্রে পুরো ইংল্যান্ডে প্রথম স্হান অধিকার করবে। ফ্রান্স প্রেস ইংল্যান্ডের সাপ্তাহিক পত্রিকা টাইমস্ এর বরাত দিয়ে গত বুধবার উল্লেখ করেছে : সরকারের রিপোর্ট অনুযায়ি " মোহাম্মদ " নাম দ্বিতীয় স্হানে রয়েছে। ২০০৬ সালে ইংল্যান্ডে ৫৯৯১ জন শিশুর নাম " মোহাম্মদ " রাখা হয়েছে আর জ্যাক নামে নাম করন করা হল ৬৯২৮ জন শিশুর।এ ছাড়া থোমাস,অলিভার... হচ্ছে পরবর্তি পর্যায়ে। টাইমস্ পত্রিকার মতে, এ বছর শেষে গ্রেট ব্রিটেনে " মোহাম্মদ " নাম প্রথম পর্যায়ে চলে আসবে। উল্লেখ্য ইংল্যান্ডে প্রায় ৫৬০,০০০ জন মুসলমান বসবাস করে। এই খবরটা ০৯-০৬-২০০৭ ইং তারিখের। নতুন রেজাল্ট টা কারো জানা থাকলে দয়া করে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.