ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । ।
পণ্ডিত ডি ভি (দত্তত্রেয় বিষ্ণু) পালুসকর (জন্ম : মে ২৮, ১৯২১ - মৃত্যু : অক্টোবর ২৫, ১৯৫৫) ছিলেন ভারতীয় (হিন্দুস্থানি) উচ্চাঙ্গ সঙ্গীতের সর্বকালের অন্যতম সেরা কণ্ঠশিল্পী (ক্ল্যাসিক্যাল ভোকালিস্ট) ও পণ্ডিত।
ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক সুপ্রতিষ্ঠিত সঙ্গীত পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা, বিষ্ণু দিগম্বর পালুসকর ছিলেন একজন সুখ্যাত সঙ্গীতজ্ঞ।
মাত্র ১০ বছর বয়সে সঙ্গীতজ্ঞ বাবাকে হারালেও তাঁর সঙ্গীত শিক্ষা অব্যাহত থাকে। পণ্ডিত বিনায়করাও পটবর্ধন ও পণ্ডিত নারায়নরাও ব্যাস এর কাছে তাঁর তালিম চলতে থাকে। শিশু প্রতিভা হিসাবে তাঁর সুনাম অচিরেই ছড়িয়ে পড়ে ও মাত্র ১৪ বছর বয়সেই 'পণ্ডিত' স্বীকৃতিপ্রাপ্ত হয়ে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন।
তিনি ছিলেন 'গোয়ালিয়র ঘরানা'র ও গন্ধর্ব মহাবিদ্যালয়ের পণ্ডিত। তবে তিনি অন্যান্য ঘরানার গায়ন ও বৈশিষ্ট্য সমুহের ব্যাপারেও সচেতন ছিলেন।
তিনিই উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথম পণ্ডিত, যিনি, উচ্চাঙ্গ সঙ্গীতকে বোদ্ধাদের সমাজে আটকে না রেখে, লোক সঙ্গীতের মিশ্রণে গন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আগ্রহী ও সচেষ্ট হন। এই উদ্যোগের ফলশ্রুতিতেই, উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি, তিনি নিজেকে একজন শ্রেষ্ঠ ভজন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেন। একই উদ্যোগে, তিনি হিন্দি 'বইজু বাওরা' ছায়াছবিতে উস্তাদ আমির খানের সাথে একটি অবিস্মরণীয় 'ডুয়েট' গা্নে ও বাংলা 'শাপমোচন' ছায়াছবিতে, বাংলা ছায়াছবির ইতিহাসের অন্যতম সেরা উচ্চাঙ্গ সঙ্গীতে প্লে-ব্যাক করেন।
তাঁর ছিল অত্যন্ত মিষ্টি ও সুরেলা কণ্ঠ। তাঁর 'আলাপ', তাঁর পরিবেশিত 'রাগ'টির ব্যাপ্তিকে স্বচ্ছভাবে তুলে ধরত।
তারপরই, অস্বাভাবিক সুন্দর 'তান' সহযোগে তাঁর 'বন্দিশ' ছিল অনায়াসে গীত, মনমাতানো ও স্বর্গীয় সুধাপূর্ণ । অত্যন্ত স্বল্প পরিসরে ও সময়ে একটি 'রাগ'কে রুপে, রসে, গন্ধে, বর্ণে পরিপূর্ণ ভাবে ফুটিয়ে তোলায়, তাঁর জুড়ি তখনও ছিল না, আজও নেই।
মাত্র ৩৪ বছর বয়সে, অক্টোবর ২৫, ১৯৫৫ এ, এঙ্কেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে, পণ্ডিত ডি ভি পালুসকর পরলোকগমন করেন । এই ক্ষুদ্র জীবনের দুই তৃতীয়াংশ জুড়েই তিনি সঙ্গীত সাধনায় ও পরিবেশনে মগ্ন ছিলেন। সঙ্গীত রেকর্ডিঙের সেটি প্রাথমিক যুগ ছিল বলে, তাঁর রেকর্ডিঙ অপেক্ষাকৃতভাবে স্বল্পসংখ্যক।
কিন্তু সঙ্গীতে তাঁর কীর্তি কালজয়ী, অবদান চিরভাস্বর ও প্রভাব সর্বব্যাপী।
পণ্ডিত ডি ভি পালুসকর - উচ্চাঙ্গ সঙ্গীত ও ভজন - গোল্ডেন মাইলস্টোনস
01. Raga Lalit - Are Man Ram Naam
02. Raga Bibhas - Kaisku Marwa
03. Raga Bilaskhani Todi - Nike Ghunghariya
04. Raga Asawari - Barhaiya Lao Lao Re
05. Raga Gaud Sarang - Piyu Palan Lagi Mori Ankhiyan
06. Bhajan - Payo Ji Maine
07. Bhajan - Thumak Chalat Raamchandra
08. Raga Hameer - Surja Rahi Ho
09. Raga Tilak Kamod - Koelia Bole
10. Raga Kedar - Jare Kanre
11. Raga Miyan Ki Malhar - Aai Samdhan
12. Raga Malkauns - Nand Ke Chhala Dhit
13. Bhajan - Jab Janaki Nath
14. Bhajan - Chalo Man Ganga Jamuna
15. Bhajan - Raghupati Raghav Raja Raam
কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩
ফাইল সাইজ - ৪৬ মেগাবাইটস
ডাউনলোড - পণ্ডিত ডি ভি পালুসকর - গোল্ডেন মাইলস্টোনস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।