জাফর স্যারের মত মানুষের অর্থণীতিতে পুঁজিবাজারের ভূমিকা নিয়ে কিছুটা জানা থাকা উচিত ছিল।
আজকের পৃথিবীতে আমরা যে জীবন আজকে উপভোগ করছি তা কখনোই সম্ভব হত না পুঁজিবাজার না থাকলে। যে পৃথিবীতে পুঁজিবাজার নেই সেখানে কোম্পানিগুলো গবেষণা বা উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারবে না। তাই সেই পৃথিবীতে আমাদের প্রয়োজন মত পণ্য আমরা পাবো না। শুধু তাই নয় উৎপাদন – কর্মসংস্থান – আয় সবই হবে অপ্রতুল।
পুঁজিবাজার ছাড়া পৃথিবী আজকে যেখানে আছে সেখানে পৌঁছাতে পারত না।
"আমি আগেই বলে রাখি স্টক মার্কেট কীভাবে কাজ করে আমি সেটা জানি না। চেষ্টা করলে বিষয়টা যে বুঝতে পারব না তা নয়, কিন্তু আমার বোঝার কোন আগ্রহ নেই। বেঁচে থাকতে হলে মানুষকে টাকা পয়সা রোজগার করে সংসার চালাতে হয় এবং সেজন্যে পরিশ্রম করতে হয়। কোনো পরিশ্রম না করে শুধু মাত্র টাকা পয়সা নাড়াচাড়া করে কেউ যদি টাকা উপার্জন করে তখন আমার কাছে মনে হয় এর মাঝে কিছু একটা গোলমাল আছে।
যেহেতু সারা পৃথিবীই এই গোলমালকে মেনে নিয়ে চলছে কাজেই আমি স্বীকার করে নিচ্ছি সমস্যাটা পৃথিবীর নয়, সমস্যাটা আমার। "
জাফর সাহেবের লেখা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।