আজ একটা আমের দোকানে ঢুকলাম। আমের খাচির উপর পুরোনো পেপার মোড়ানো। হঠাৎ আম বাদ দিয়ে মোড়ানো পেপারই আমার দৃষ্টি কাড়ল। প্রথম আলোর ১৮ মার্চের কপি। শাহবাগীরা তখন আওয়ামী হাওয়ায় এভারেস্টের চূড়ায়।
বিদেশী পত্রিকায় শাহবাগ কিভাবে ফলাও করে প্রচার হচ্ছে তা নিয়ে প্র.আলো বিশেষ সংখ্যা ছেপেছে। ইন্ডিয়ার আউটলুক শাহবাগ নিয়ে নিউজ ছবি সম্বলিত নিউজ করেছে। সেই ছবিটিই আমার আলোচ্য বিষয়। সম্প্রতি বাঘের মতো সারা শরীর একে বাংলাদেশ ক্রিকেটের এক ভক্তকে গ্যালারীতে দেখা যায়। পাকিস্তানী জলিল চাচার মত।
ঐ ভক্তসমেত আশপাশের উত্তেজিত গ্যালারীর ছবিকে(জাতীয় পতাকাসহ) ইন্ডিয়ান পত্রিকাটি শাহবাগ বলে চালিয়েছে। ১২ /১৪ মার্চের আউটলুক এটা ছেপেছে। ৩০ লক্ষ শহীদের মিথ্যাচারের মতো ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।