জগ সরকারি চাকুরিতে কোটা প্রসঙ্গে আমার কথা হলো মুক্তযোদ্ধাদের সবাইকে ঢাকায় ২ টি করে ফ্ল্যাট, একটি করে গাড়ি বরাদ্দ দেয়া হোক এবং তাদের মাসিক ভাতা ৫০,০০০ টাকা করা হোক। আমার কোন আপত্তি নেই। কিন্তু তাদের সন্তানদেরকে কোন যোগ্যতায় বিসিএস ক্যাডার বানাবেন এটার কি কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে? মুক্তিযোদ্ধার সন্তান যদি চোরাচালানকারী হয়, ইয়াবা ব্যবসায়ী হয় কিংবা পতিতালয়ের দালাল হয় তবু সে বিসিএস ক্যাডার হবে আর মেধাবী ছাত্রটি বেকারত্বের জ্বালায় জর্জরিত হবে এমন অদ্ভুত ব্যবস্থা পৃথিবীর কোথাও কি আছে? যাই হোক, ৫৬ ভাগ কোটা প্রথা বাতিলের দাবিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দেখে ফেইসবুকে শাহবাগীদের পাতায় পাতায় কান্নার রোল পড়ে গেছে। একটি পাতায় দেখলাম ৩০ ভাগ মুক্তিযোদ্ধার সন্তান কোটার জন্য তাঁরা কেঁদে কেটে অস্থির। এমনকি মুক্তিযোদ্ধার সন্তানরা ফেনসিডিলখোর কিংবা ছিনতাইকারী হলেও তাদের আপত্তি নেই, এই মেধাহীনদেরকেই বিসিএস ক্যাডার বানিয়ে তারা দেশকে উদ্ধার করতে চান। আর একটি পেজে দেখলাম কোটাবিরোধী শিক্ষার্থীদের উপর মরিচের গুড়া স্প্রে করার জন্য আহ্বান জানাচ্ছে শাহবাগীরা। তো শাহবাগীরা যে তাদের জন্মলগ্ন থেকেই দেশের মানুষের মনের ভাষা পড়তে ব্যর্থ হয়েছে এবং তারা যে টপ টু বটম এদেশের সাধারন মানুষের আশা-আকাঙ্খা ও স্বার্থের বিপরীতে অবস্থান গ্রহণ করে চলেছে তা আবার নতুন করে প্রমাণিত হলো। আসলে সত্যিই আর একটা মুক্তিযুদ্ধ দরকার। যে যুদ্ধ হবে শাহবাগী দালালদেরকে চিড়িয়াখানায় পাঠানোর যুদ্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।